আমি নতুন কিছু পড়তে ভালবাসি
বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন। কেউ বলেন অমুক প্লেয়ার খেলতে পারে না, অমুক ফালতু, অমুক এই, তমুক সেই কিন্তু এই কথাগুলো শুনলে আমার একদমই ভাল লাগেনা। এগুলো হয়তো কেউ কেউ আবেগে বলে ফেলেন-অতি ভাল বাসলে যা হয় আর কি। ইতোপূর্বে যাই হোক না কেন এবার এশিয়া কাপে আমাদের টাইগার বাহিনী যেভাবে খেললো তাতে মনটা ভরে গেল। শুরু থেকেই একটা ধারাবাহিকতা রক্ষা করে চলেছিল আমাদের টাইগার বাহিনী-আলহামদুলিল্লাহ।
কিন্তু দুঃখের সাথে লক্ষ করলাম আজকেও কেউ কেউ কোন কোন প্লেয়ারকে বিভিন্নভাবে গালিগালাজ করছেন যা কোন মতেই কাম্য হতে পারে না। আমাদের সকল প্লেয়ারই তাঁদের সর্বচ্চ যোগ্যতা দিয়ে খেলেছেন এতে আমার অন্তত কোন সন্দেহ নাই। এরপরও শেষে এসে হেরে গেছেন এটা খেলারই একটা অংশ বলেই আমি মনে করি।
আপনারা দেখেছেন আমাদের অধিনায়ক কিভাবে কাঁদছেন। এই সময়েও যদি আমরা তাঁদেরকে শান্তনা না দিয়ে গালিগালাজ শুরু করে দেই তাহলে যে তাঁরা আরও বেশি কষ্ট পাবে।
আসুন আমরা সবাই তাঁদেরকে আরও বেশি উৎসাহিত করি এই বলে যে, যা খেলা হয়েছে দারুন হয়েছে আগামীদিনে আরও ভাল খেলা আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। টাইগাররা কখনও ভয় পায় না-হতাশ হয় না। অশ্রু আমাদের কাম্য নয়, আমরা এই শোককে শক্তিতে পরিণত করে আগামীদিনে এই বিশ্বকে দেখিয়ে দিব যে, আজ এশিয়া কাপে হেরেছি তো কি হয়েছে-বিশ্বকাপে তো জিতেছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।