মায়ের লাশ পড়ে আছে আঙিনায়
ভীষণ ব্যস্ততা ফরিদার
জন্মদাত্রীর লাশ নিয়ে দু'মিনিট
কাঁদার অবসর নাই
এক টুকরো শুভ্র কাফনের কাপড়ের
বড়ই দরকার তার
চুলগুলো এলোমেলো, শাড়ির আচল কাদায় মাখামাখি
চারিদিকে লাশের গন্ধ
অন্ধের মতো ছুটে চলেছে সে
সামনে পেতে রেখেছে রিক্ত হাত
কোথায় চলেছে ঠিক জানে না
শুধু জানে তার একটা সাদা কাপড় প্রয়োজন
ওর মাকে ওটা পরাবে
যে মা তাকে জন্ম দিয়েছে, যে মা তাকে আদরে সোহাগে,
স্নেহে, ভালোবাসায় বড় করে তুলেছে
সেই মায়ের জন্য মনখুলে কাঁদতেও পারছে না
ফরিদার যে কাঁদার সময় একেবারেই নাই
কতো কাজ তার সামনে
মায়ের কাফনের কাপড় যোগাড় করতে হবে
খুঁজে বের করতে হবে বড় ভাই ও বাবাকে
প্রকৃতির নির্মম তান্ডবের পর কোথায় যেনো হারিয়ে গেছে তারা
খোঁজ জানে না সে
শুধু জানে প্রখর রৌদ্রতাপে ওর মায়ের শরীর গলছে
মাকে সাদা কাপড় পরিয়ে শীতল মাটির কোলে
শুইয়ে দিতে হবে
শুধু জানে বাবা ও ভাইকে খুঁজে বের করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।