বল আমায় সেই সময়ের নেই কেন অস্তিত্ব, বোঝাও আমায় সেই কল্পনার নেই কোন সমাধান.....আমারি স্বপ্ন আজো জেগে রয় আধারো শুন্য চোখে ... ফাইনাল খেলার অনুভূতি—
ইউনুস খান: ভালো লাগছে। এশিয়া কাপে আমাদের রেকর্ড খুব একটা ভালো ছিল না। এবার ফাইনালে উঠেছি। আশা করি, ভালো একটা ম্যাচ হবে।
বাংলাদেশের রান তাড়া—
ইউনুস: বাংলাদেশ রান তাড়ার কাজটা খুব ভালো করছে এই টুর্নামেন্টে।
এটাই ওদের শক্তির জায়গা। আমার আশা, টিম ম্যানেজমেন্ট ব্যাপারটা নিয়ে ভাববে। আমি জানি না, হয়তো আগামীকাল আমরা রান তাড়া করব। তবে সন্দেহ নেই, বাংলাদেশ খুব ভালোভাবে রান তাড়া করছে।
আগের বাংলাদেশ দলের সঙ্গে এই দলের পার্থক্য— ইউনুস: এই দলটা অনেক ধারাবাহিক।
আর সবচেয়ে ভালো ব্যাপার, এই দলে অনেক পারফরমার। একজন-দুজনের ওপর নির্ভরশীল নয়। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ওদের শেষ দুটি রান তাড়া দেখুন, কোনো একজনের নয়, ছিল অনেকের অবদান। শুধু ব্যাটসম্যানরাই বা কেন, বোলাররা ভালো করছে। ফিল্ডিং তো দুর্দান্ত।
আরেকটা ব্যাপার, ডিসেম্বর সিরিজের সময় উইকেট এমন ছিল না। এখন উইকেট ভালো।
ফাইনালের প্রতিপক্ষ—
ইউনুস: ভারত ফাইনালে উঠলে মজাটা অন্য রকম হতো হা...হা...হা...। বাংলাদেশের জন্য হারানোর কিছু নেই। তবে সত্যি বলতে এই দলটা অনেক উন্নতি করেছে।
আমাদের প্রায় হারিয়ে দিচ্ছিল, ভারত-শ্রীলঙ্কাকে হারিয়েছে। আর এতে আসলে খুব বেশি অবাক হওয়ারও কিছু নেই। বাংলাদেশ আন্তর্জাতিক দল, এভাবেই তো খেলা উচিত! আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো দল যে কাউকে হারাতে পারে। কাগজে-কলমের হিসাব যা-ই হোক, মাঠে গিয়ে ভালো খেলেই জিততে হয়।
জামশেদ-হাফিজের উদ্বোধনী জুটি—
ইউনুস: জামশেদ আগেও ভালো করেছে, কিন্তু এই টুর্নামেন্টে সত্যিই খুব ভালো করছে।
আক্রমণাত্মক এক ব্যাটসম্যান। শুধু যে নিজে ভালো করছে, সেটাই নয়। হাফিজের সঙ্গে ভালো একটা জুটিও গড়ে তুলেছে। হাফিজ শুধু ব্যাটিংয়ে নয়, বোলিং-ফিল্ডিংয়েও দুর্দান্ত। দুজনের উদ্বোধনী জুটি দারুণ জমে গেছে, আশা করি, সামনেও এই ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশের পারফরম্যান্স—
ইউনুস: বাংলাদেশ অনেক অনেক উন্নতি করেছে। শরীরী ভাষাই পাল্টে গেছে, বোলিং দারুণ আগ্রাসী, ফিল্ডিংয়ে শতভাগ ঢেলে দেয়। ব্যাটিংয়ে শুধু সাকিব বা তামিম নয়, আরও অনেকেই ভালো করছে। ভারতের বিপক্ষে মুশফিক দারুণ এক ইনিংস খেলে জেতাল, নাসির ভালো খেলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদউল্লাহ, তামিম প্রতি ম্যাচেই দারুণ শুরু এনে দিয়েছে, সাকিব তো দুর্দান্ত—ভালো একটা দলের নিদর্শন এটাই।
বাংলাদেশের ফাইনাল খেলা কতটা বিস্ময়কর—
ইউনুস: আমাদের বিপক্ষে প্রথম ম্যাচেই পারফরম্যান্সেই মনে হয়েছিল ওরা সবাই চমকে দিতে চায়।
ওদের শেষ ম্যাচের আগেও আমরা বলছিলাম, যেভাবে খেলছে বাংলাদেশ, ফাইনালে উঠে যেতেও পারে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন সবকিছুই সম্ভব
from : prothom alo
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।