প্রতিটা মানুষেরই জীবনের কোনো না কোনো সময়ে একবারের জন্য হলেও পাখি হওয়ার ইচ্ছে জাগে। ‘পাখি যদি হতাম আমি, ঘুরতাম সারা বিশ্ব রে!’ -ছড়াকাররা এমন করে পাখি হওয়ার বাসনা প্রকাশ করেছেন। সে বাসনা ছড়িয়ে গেছে আমাদের প্রাণেও। পাখি হয়ে সারা বিশ্ব ঘুরে দেখার বাসনা থেকেই
বাংলাদেশের ম্যাচ বাকি আরো তিনটি। তিন ম্যাচে তাদের পয়েন্ট দুই।
নেট রানরেট -১.৭৬৪। এ অবস্থায় কোয়ার্টার ফাইনাল খেলতে হলে কিছু যদির উপর নির্ভর করতে হবে বাংলাদেশকে। যদি বাংলাদেশ আগামী তিনটি ম্যাচেই জয়ী হয় তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত বলা যায়। যদি দুটোতে জেতে তবে দেখতে হবে অন্য দলগুলো কি অবস্থায় আছে। এখন গ্রুপে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা।
দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। নেট রানরেট +২.৭৬৩। ওয়েস্ট ইন্ডিজেরও সমান পয়েন্ট। তবে ম্যাচ একটি বেশি এবং নেট রানরেট +২.৬৬৭। তৃতীয় অবস্থানে ভারত।
দুই ম্যাচে ৩ পয়েন্ট। নেট রানরেট +০.৮৭০। চতুর্থ অবস্থানে ইংল্যান্ড। তিন ম্যাচে তিন পয়েন্ট। নেট রান রেট +.০৩৫।
বাংলাদেশ যদি দুটো ম্যাচ জেতে তবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের ব্যর্থতাও কামনা করতে হবে। আপাতত ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিরাপদ ধরা যায়। ধরে নেয়া যায় নেদারল্যান্ড কোয়ার্টার ফাইনালের দৌড়ে টিকতে পারবে না। এখন বাংলাদেশের বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড, নেদারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। যেহেতু অন্তত দুটো ম্যচ জিততেই হবে সেহেতু নেদারল্যান্ডের বিরুদ্ধে জয়টা ধরে নিই।
বাকি থাকলো ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা। যেহেতু দক্ষিণ আফ্রিকাকে আপাতত নিরাপদ ধরা হচ্ছে সেহেতু ইংল্যান্ডকেই বাংলাদেশের টার্গেটে নিতে হবে। ইংল্যান্ডকে হারতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। ওদিকে যদি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় এবং ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায় তবে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ -এ তিন দলের মধ্যে নেট রানরেটের বিষয়টি বড় হয়ে দাঁড়াবে। বাংলাদেশকে তাই নেদারল্যান্ডের বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে।
এবং ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজকে হারতেও হবে বড় ব্যবধানে। তাই, সুযোগ থাকছে বাংলদেশের। জটিল হিসাব-নিকাশের মধ্যে পড়ে গেছে সম্ভাবনা। তবে, বাংলাদেশ যদি আগামী তিন ম্যাচের দুটোতে হেরে বসে তবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের দ্বার উন্মোচিত হয়ে যাবে। আর আয়ারল্যান্ড যদি আরেকটি বড় দলকে হারিয়ে দেয় সুযোগ এসে যাবে তাদেরও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।