আমাদের কথা খুঁজে নিন

   

কিশোর ও অগ্নিশিখা

আমি ধর্মভীরু - একাকী ঘরে থেকে প্রদীপের সল্তেটা বদলাই,

বয়েস সবেমাত্র একযুগ পেরোলো প্রতিনিয়ত ভঙ্গুর স্বপ্নগুলো চূর্ণ-বিচূর্ণ হয় নিত্যদিন কাকডাকা ভোরে শ্রান্ত দেহটা ঘুমকে ছুটি দেয়। হাটাপথ চল্লিশ মিনিট, অদ্ভুত ব্যায়াম মহাজনের অশ্রাব্য গালিগুলো নাস্তার মেন্যু ধাতু,টুলস্ আর দানব যন্ত্রগুলো ওর খেলার সঙ্গী। তুলতুলে হাতগুলো বিকৃত হয়ে হাতুড়ীকে হার মানায় চুল্লীর আগুনের আচেঁ চামড়াটা তাম্রবর্ণ জ্যোতি হারাচ্ছে ওয়েল্ডিংয়ে, ফুসফুসে বিনাশী মিশ্র গ্যাস। জীবন ওর কাছে প্রশ্নবিদ্ধ বেচে থাকার যুদ্ধে অপ্রাপ্ত সৈনিক কিছুই কি করার থাকেনা আমাদের ? কাটিং টুলে কর্তিত লোহাটার মতো সে তার জীবনের আনন্দগুলোকে কেটে ফেলছে সারাটা পৃথিবী ''সবার জন্য শিক্ষা '' তাত্ত্বিক শ্লোগানের বুলি আওড়ায় সেই ছেলেটা মাতৃকোল ছেড়ে ধাতু-অম্ল-গ্যাসের সাথে বন্ধুতায় হোচট খায়। মাসুদ পারভেজ অপু ২৫শে জুন ২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.