হরিষে বিষাদ
আমি সাপোর্ট করি শ্রীলঙ্কাকে। নাহ!!! বোধহয় ভুল বললাম....... ভাবতে অবাক লাগছে, এখন আর বলতে হয় না, বাংলাদেশ বাদ হলে সাপোর্ট করবো অন্য কোন দলকে। কারণ এখন তো আর বাংলাদেশ বাদ হয় না। এখন আমরা বাংলাদেশকে সাপোর্ট করি করুনা করে নয়, স্ব-গৌরবে। বিশ্বের বুকে মাথা উঁচু করে বলতে পারি, আমাদের ক্রিকেট টিম দুই দু'টি বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছে।
আমরা তাদেরকেই সমর্থন করি। আমাদের আর দ্বিতীয়, তৃতীয় কোন সমর্থন নেই।
আগে শ্রীলঙ্কা হারলে খারাপ লাগতো, মনটা খারাপ হয়ে যেত..... কিন্তু, কাল থেকে যে কি ভালো লাগছে!!!! অনুভূতি প্রকাশ করতে পারছি না, ভাষাই হারিয়ে ফেলেছি.....
দূর, কিসের শ্রীলঙ্কা................... আমাদের একটাই সমর্থিত দল, ভালোবাসার দল................... আর সেটা হলো বাংলাদেশ। আমাদের প্রিয় বাংলাদেশ।
তোমাকে অভিবাদন বাংলাদেশ.....................................
দেশের লাখো ক্রিকেট প্রেমীর অপোর প্রহর যেন কাটতেই চাইছে না।
রাত পোহালেই ইতিহাসের আরো একটি ধাপ অতিক্রমের পথে নামবে বাংলাদেশ। রাত ১০টা ৫৫ মিনিটে মিরপুরের মাঠে ক্রিকেট ইতিহাসে যে নতুন সূর্যের উদয় হলো, তা আরো প্রজ্জ্বলিত হয়ে উঠবে বৃহস্পতিবার, এমনটাই প্রত্যাশা স্বাগতিকদের।
বাংলাদেশের এই বিজয়কে খুবই ইতিবাচকভাবে দেখছে বিশ্ব ক্রিকেট অঙ্গন। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ধীরে ধীরে বেড়ে উঠছে বাংলাদেশ। ১৯৯৭ সালে কোচ গর্ড গ্রিনিজের হাত ধরে এবং আকরাম খানের নেতৃত্বে এতো অল্প সময়ে এতোটা বেড়ে ওঠা খুব সহজ না।
সেই দিন মানিক মিয়া এভিনিউতে সে সময়কার ক্রিকেট টিমকে যেভাবে বরণ করে নিয়েছিল বাংলাদেশের মানুষরা, সেই উন্মাদনা নিয়ে এখনো অপেক্ষা বাংলাদেশীদের একটি বড় জয়ের জন্য। যা আসতে পারে এই বৃহস্পতিবারই। পাকিস্তানকে হারিয়ে, এশিয়া কাপের ফাইনাল জিতে।
আর সেই অপেক্ষায় রইলাম আমরাও.............. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।