আমার সম্পর্কে আমি এখন কিছু বলব না, আস্তে আস্তে জানতে পারবেন। কৃপণ বাপের কৃপণ ছেলে।
বাবা মৃত্যুশয্যায়।
ছেলেটি ড্রইংরুমে বন্ধুদের সঙ্গে তার পিতার সঙ্গীন অবস্থা নিয়ে আলাপ করছে।
কৃপণ ছেলে : বাবা তো বোধ হয় আর বাঁচবে না।
মরলে কী করব?
এক বন্ধু : কেন, সবাই যা করে! লরিতে উঠিয়ে ফুল দিয়ে সাজিয়ে শ্মশানে নিয়ে যাবি।
কৃপণ ছেলে : লরি-ফুল, সে তো অনেক খরচের ব্যাপার!
আরেক বন্ধু : তাহলে পাড়া-প্রতিবেশীদের ডেকে কাঁধে করে নিয়ে যাবি।
কৃপণ ছেলে : তাতেও খরচ আছে। পাড়া-প্রতিবেশীদেরকে শ্রাদ্ধে নিমনতন্ন করে খাওয়াতে হবে।
কৃপণ পিতা : পাশের রুম থেকে কোঁকাতে কোঁকাতে পিতা বললেন, অত ভাবিস না রে বাবা।
যম এসেছে টের পেলে আমি হেঁটেই শ্মশানে চলে যাব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।