পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত
তোমার হাতটা এত কৃপণ কেন? মেহেদী মাখে না কতদিন?
আঙুলগুলো এতো খসখসে ! পরিপাটি নখগুলো হারালে কোথায়?
আমার কপাল ঘামছে পৃথিবীর তাপে; ওরা সাগর বিমুখ হয়েছে এখন
নদীর জন্য রাখেনি সামান্য ভালোবাসা। পাহাড় থেকে ফিরেছে সবুজ হত্যার আনন্দে
তুমি তো ওদের মতো ছিলে না কোনদিন। বরং ছিলে বরফের শাদা জোছনায়
আমার চোখে এখন পৃথিবীর উত্তাপ । তোমার সেই বঙ্গীয় হাতটা কোথায়?
কোথায় চর্যার আগুল, এগিয়ে দাও; আমার মস্তিষ্ক যন্ত্রণায় মুগ্ধ হোক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।