আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে আগে হেফাজত করুন... আমি কনফিউজ হেফাজত না বরবাদ!!!!!

আমি জানি না আপনারা কে কতটা ইসলাম ধর্ম মানেন কিন্তু আমি মেনে চলতে চেষ্টা করি। আর এ জন্য আমি ১চিল্লা মানে ৪০দিন দাওয়াতের জন্য ব্যয় করেছি। তাতে শিখেছি যে, নিজেকে ছোট মনে করে অপর মুসলমান ভাইকে বড় মনে করা, ভ্রাতৃত্ব বোধ বাড়ানের জন্য এক প্লেটে খাওয়া, নিজের সমস্যা হলেও অপর ভাইয়ের সুবিধা প্রদান করা। আসল ইসলাম হল সত্যই শান্তির, একজন মুসলমানের আচার ব্যবহার দেখে যেন একজন অমুসলিম ইসলাম গ্রহণ করে সেটাই প্রকৃত ইসলাম। ইসলাম কোন উগ্রবাদ বা জঙ্গীবাদ সমর্থন করেনা।

কিন্তু বর্তমান বাংলাদেশী ইসলাম শুধুই ধোকাবাজী ...। কারণ পবিত্র কোরআন এ স্পষ্ট করে বহুবার বলা হয়েছে যে ইসলাম ও কোরআন ই হল মহান আল্লাহ্ তাআলার কাছে মনোনীত ধর্ম এবং ধর্ম গ্রন্থ এবং এগুলোর হেফাজত মানে সংরক্ষণ কেয়ামত পর্যন্ত তিনি নিজে করবেন। তাহলে এরা কারা যারা নিজেদের ইসলামের হেফাজতকারী দাবী করে !!!!! তাহলে কি এনারা শিরক করছেন না???? যদি তাই করেন তাহলে তার তো কাফের হয়ে যাবেন!!!!! আসল কথা হল সেই একই ধর্মভীরুর এই দেশে ধর্মকে পুজি করে রাস্ট্র ক্ষমতায় যাওয়া। যদি তাই না হবে তাহলে কাল ’আর টিভি’ টক শো তে শাহরিয়ার কবির যখন হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা আব্দুর রব কে প্রশ্ন করলেন যে আপনাদের দাবীর মধ্যে অন্যতম মহিলাদের পর্দা বাধ্যতামুলক করা তা আমাদের ২ নেত্রী যে পর্দা করেন না তাদের বিষয়ে আপনাদের অবস্থান কি? তিনি উত্তর না দিয়ে প্রসঙ্গ এড়াতে চাচ্ছিলেন কিন্তু অনেক জুরাজুরির পর তিনি বলেই ফেল্লেন যে আমরা ক্ষমতায় যাওয়ার পর ২ নেত্রী যাতে পর্দা করেন তার জন্য চেষ্টা করবো। আল্লাহ বলেছেন নামাজ কায়েম মানে প্রতিষ্ঠা করতে আর যাকাত আদায় মানে প্রদান করতে তিনি কোথাও বলেননি ’ইসলাম হেফাজত কর’!!!! আসলে তারা এখন যা করছে সবই সাধারন ধর্মপ্রাণ মানুষের মগজ ধোলাই, যাতে পরবর্তীতে এই মানুষ গুলোর ভোটে সহজেই ক্ষমতায় আসা যায়।

জামাত যদি পারে তবে তারা নয় কেন???? ইসলামে জিহাদ ঈমানের অংগ আর শ্রেষ্ট জিহাদ হল ’জিহাদে আকবর” মানে কু-প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ তারা যদি সত্যই ইসলাম মানতো তাহলে মহাখালীতে তান্ডব চালাতো না কারণ, সমাবেশের অধিকার সকল ধর্মের মানুষেরই আছে, ইসলাম কখনই কারও ’হক’ মানে অধিকার নষ্ট করার কথা বলেনা। একটা বিষয়ে আমার খুব হাসি পেল যে তারা ইসলাম বাঁচতে বিভিন্ন জেলা থেকে ঢাকা এলো কিন্তু তাদের প্রতিবেশীর খোজখবর কি তারা নিয়মিত নেয়? কারন আল্লাহ বলেছেন যে তার প্রতিবেশীর কাছে ভাল না তার জন্য বেহেস্তে যাওয়া কঠিন। তাই ইসলামকে রক্ষা করতে চাইলে ইসলামের খুটিনাটি সব আইন কানুন মানতে হবে। ইসলাম কথনই বিধর্মী বা নাস্তিক কে হত্যা করতে বলেনি, বরং বলেছে যে তাদের সাথে ভাল আচরন কর যাতে তোমার ব্যবহারে তারা তাদের ভুল বুঝতে পারে এবং ইসলাম গ্রহণ করে। কিন্তু কেউ কি তা করছেন, তাদের আচরনে তো তা মনে হয় না।

তাই সকলকে অনুরোধ করছি প্রকৃত ইসলামকে জানুন হুজগে মাতবেন না। আর ওনাদের বলছি আমাদের মত সরল প্রাণ ধর্মভীরু মানুষের ধর্মীয় অনুভুতি নিয়ে ব্যবসা বা রাজনীতি করবেন না মুনাফেক না হয়ে প্রকৃত মুসলিম হোন। আর মহান আল্লাহ তাআলার কাছে প্রর্থনা করি তিনি যেন সকল প্রকার ধর্ম ব্যবসায়ী ও সব রকমের অনাচার ও অধর্ম থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.