বই পড়েত ভালবাসি, আমার পড়া বেশিরভাগ বই পিডিএফ ফরমেট। সংগ্রৃহীত সব পিডএফ বই নিয়ে গেড় তুলেছি একটা পিডএফ সাইট http://egronthagar.blogspot.com/ বহুদিন ধরে ডেস্কটপ ব্যবহার করলাম। প্রায় চার বছরের মত, ডুয়েল কোর প্রসেসরের পিসিতে আর ২ জিবি র্যাম নিয়ে দিব্যি চালিয়ে গেলাম। কোন সমস্যা হয় নি। এখন ডেস্কটপটা ছোট ভাইয়ের কাছে হস্তান্তর করে ল্যাপটপ কেনার হুকুম জারি হয়েছে বাড়ী থেকে। বরাদ্দের পরিমাণ ৩৫০০০ টাকার মত। কাজের ধরণ: প্রধান কাজ অ্যাসাইনমেন্ট তৈরি করা, ঘন্টার পর ঘন্টা নেট ব্রাউজ, পিডিএফ পড়া আর মাঝে মাঝে ছবি দেখা। গেম খেলার ইচ্ছা নাই। অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ আশা করছি ব্রান্ড এবং দোকান দুটো বিষয়েই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।