অনেকদিন প্রতিক্ষার পর এইমর্মে সিন্ধান্তে উপনিত হইলাম যে এখন একটা ল্যাপটপ (আমার ভাগিনা বলে ল্যাটপট) কিনা দরকার কিন্তু সিন্ধান্ত নিতে পারছি না কোনটা কিনবো । আমার পছন্দের মডেল গুলো নিচে:
১. এসার টাইমলাইনএক্স ৪৮৩০টিজি: কারন ব্যাটারী ব্যাকআপ ৮ঘন্টা। দামটাও নাগালের ভিতরে। রাফ ইউজের জন্য ভাল (শুনেছি) তবে জানিনা গরম কতটা হয়।
২. লেনোভো Thinkpad T420/T420S: শয়তান ভাইয়ের পরামর্শে এইটা খুজাখুজি শুরু করি কন্তিু বাংলাদেশের মার্কেটে এ্রইটা এখনও খুজে পাইনি।
দাম কত এইটাও জানিনা (বাংলাদেশে)।
এতএব যদি কারোও জানা থাকে এই দুইটা মডেল সমন্ধে প্লিজ জানাইবেন। আমার দরকার হইল
১. ৬৪ বিট,
২. ৪ জিবি (কমপক্ষে) Ram (Ram কে অনেকবার বাংলায় লেখার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এইটা র্যাম হয়ে যায় কেন?)
৩. ব্যাটারী ব্যাকআপ বেশি হয়তে হবে (আমার মোবাইল বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত চার্জ দেওয়ার মনে থাকেনা
৪. খুব বেশি ব্যবহার করব। তাই খুব সেনসেটিভ হলে সমস্যা।
৫. খুব বেশি তাপ হইলেই আরেক সমস্যা। এসি কিনতে হবে ঠান্ডা করার জন্য
৬. কোর আই ৩-৭ যেকোনটা।
উপরের দুইটা ছাড়াও যদি হয় কোন সমস্যা নাই কিন্তু ভালা হইতে হবে।
দয়াকরে আপনাদের মতামত, উপদেশ জানাবেন।
এর আগেও রাতে পোস্ট করা হয়েছিল কিন্তু এখনও মনমত সাজেসন পাইনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।