আমি কাজ খুব ভালোবাসি। কাজ আমাকে আকৃষ্ট করে। আর তাইতো আমি ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে কাজের দিকে শুধু তাকিয়েই থাকি। টেকি ভাইয়েরা অথবা যে কেউ আমাকে একটু সাহায্য করেন । আমি ল্যাপটপ কিনব নাকি মিনি ল্যাপটপ/নেটবুক কিনব সিদ্ধান্ত নিতে পারতেছি না ।
আমি এখন ডেক্সটপ ব্যবহার করি এবং ল্যাপটপ/ মিনি ল্যাপটপ এর পাশাপশি ডেক্সটপও থাকবে । আমি পিসি তে সাধারনত নেটে কাজ করি আর মুভি দেখি । তাই আমার জন্য কোনটি কেনা ভাল হবে । আরও কয়েকটি প্রশ্ন _
১। নেটে কাজ করলে কি মিনি ল্যাপটপ/নেটবুক স্লো হয়ে যায় ?
২।
হাই রেজুলেশন মুভি দেখতে কি মিনি ল্যাপটপ/নেটবুকে কোন সমস্যা হয় ?
এছাড়াও ল্যাপটপ এর তুলনায় মিনি ল্যাপটপ/নেটবুকে কি কি সমস্যা ও সুবিধা রয়েছে জানালে উপকৃত হব ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।