আমাদের কথা খুঁজে নিন

   

পিউর কম্পিউটার সাইন্সই সবচেয়ে মজার বিষয়

আরেকটি হাবি জাবি ব্লগ!! আজ একটা পরীক্ষা আছে। ভার্সিটিতে এসে দেখি সবাই কি সুন্দর পড়ে। পড়া বলতে মুখস্ত করা। আমার মনে হয় আপনার কাছেও বিষয়টা পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কাজ। আর আমি বসে বসে ব্রাউজ করি।

প্রোগ্রামিং এর পরীক্ষার সময় তো আর পড়া লাগে না তাই না? কিন্তু সমস্যা আমার অন্য জাগায়, যখন নন মেজর বিষয় গুলো পড়তে হয় তখন কি যে বিরক্তি লাগে বুঝাতে পারব না। আপনারা হয়তো বলবেন ঐ গুলো অনেক কাজে দিবে, তা বুঝলাম তাই বলে মেজর বিষয় থেকে নন মেজর বিষয় বেশি হলে কেমন লাগে? আমি জানি সব গুলো কোর্স এর ই একই অবস্থা। বিবিএ, ইংরেজী, ম্যানেজমেন্ট ইত্যাদি যারা পড়বে তাদের পড়াবে প্রগ্রামিং, গণিত, পদার্থ আরো হাবি জাবি। আর যারা গণিত, পদার্থ, কম্পিউটার সাইন্স, ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট তাদের পড়াবে হিসাব বিজ্ঞান, ইংরেজী, ইথিক্স, বাংলাদেশ স্টাডিজ আরো কত হাবি জাবি। বুঝি না এসব কিছু।

এ গুলো পড়তে কোন দিনও ইচ্ছে হয় না তার পরও পড়তে হয় আর মুখস্ত করতে হয় অন্যান্য ইঞ্জিনিয়ারিং কোর্স বা অন্যান্য বিষয়ের ছাত্র-ছাত্রীদের অবস্থা দেখে বুঝলাম যে আমাদের পিউর কম্পিউটার সাইন্সই সবচেয়ে মজার বিষয় আহ!! সব দিকদিয়েই মজার। বিশ্বাস হয় না? দেখুননা, আমি পরীক্ষার কিছুক্ষন আগে পড়ালেখা রেখে এরকম একটা ক্রিয়েটিভ ব্লগ পোস্ট লিখতে পারছি । আপনি কি পারবেন?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।