"ইশ্বরেষু....জাগুয়ার, কুগার,ম্যাসট্যাং, কোল্ট, স্টিংরে, এমনকি রেবিটের নামে গাড়ি আছে অথচ আমার নামে নেই কেনু?কেনু?কেনু?
কেনু?"
এক কুকুরের প্রার্থনার কথা বলছিলাম। বেচারার আফসুস..."ক্রাইসলার ইগলের নাম রাখা যেত ক্রাইসলার বিগল্! কি ক্ষতি হতো তাতে?"
ব্লগের ছাগুদের অন্য নামে ডাকলে কি ক্ষতি হতো সেইটাকে তর্কের মূখ্য বিষয় না করেই বলি, তাদের আদর করে ডাকতে গিয়েই আজ দুই দুইবার পিছলে পড়ে গেছি! নিজেকে চিনতে কষ্ট হচ্ছে! ভাবছি, কি ভাষায় কথা বলিবো?২য় বারের পর, অনেক করে চেষ্টা করেছি, প্রতিদিন তো এইই বলছি, অফিসে, বাসায়, বৌয়ের সাথে, কোথাও কোনো ক্ষ্যাতি ত হয়নি। তবে হঠাৎ কেনু আমার মুখের ভাষায় এতো জাঝঁ!
দিনের ৩য় ফান্টুষ:
এক লোক পাখি কিনতে গেছে পশুপাখির মার্কেটে। বড় এক খাঁচায় দেখা গেলো একইরকম তিনটা তোতা পাখি। পছন্দ হয়ে গেলো; আচ্ছা এই তিনটার দাম একত্রে কতো হবে?
দোকানীর উত্তর...তিনটার দাম আলাদা আলাদা।
মানে, লোকটা জিজ্ঞাস করে?
দোকানী: সর্ব বামেরটা কম্পিউটারে সব কাজ করতে ওস্তাদ। তাই ওটার দাম ৫০০ ডলার।
মাঝেরটা প্রথমটা যা পারে, তার সবই পারে...উপরন্তু ইউনিক্স অপারেটিং সিষ্টেমের ওস্তাদ সে! তাই ওর দাম ১০০ ডলার।
বাব্বাহ...ক্রেতা ভদ্রলোকের চোখ কপালে! একেবারে ডানের তোতা পাখিটার দর কতো?
"ওটার দাম ২০০০ ডলার": দোকানীর উত্তর।
কেনু কেনু?
তা বলতে পারিনা, তয় ওই দুইটা হেরে খালি বস ডাকে দিনরাইত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।