এসব দেখি কানার হাট বাজার!!! "সব ধর্মের চেয়ে বড় ধর্ম মানব ধর্ম। "
এই সময়কার খুবি জনপ্রিয় ডায়লগ! কিছু কিছু মানুষ ভাবে সে যদি তার নিজের ধর্ম পরিচয় দিতে চায় যেমন "আমি মুসলিম/আমি হিন্দু" অথবা অন্য কোন ধর্ম তাহলে সবাই তাকে সংকীর্ণ মনের অধিকারী ভাববে। তাই "আমি মানব ধর্মালম্বী" অথবা "সব ধর্মের চেয়ে বড় ধর্ম মানব ধর্ম। " ইত্যাদি বলাটাকে স্মার্টনেস মনে করে। আপনারা খেয়াল করে দেখবেন তারা কোন ফরম পূরণ করার সময় অথবা তাদের পাসপোর্টে ধর্মের ঘর
ে ঠিকি লিখেন "ইসলাম/হিন্দু/খ্রিস্টান" ইত্যাদি।
তারা কিন্তু সেখানে লিখেন না "মানবধর্ম। " কিন্তু তাকে মুখে জিজ্ঞাস করলেই "সব ধর্মের চেয়ে বড় ধর্ম মানব ধর্ম। " ব্লা ব্লা ব্লা। আমি তাদের জিজ্ঞাস করি, "ভাই আপনি আসলে কোনটা? আলগা স্মার্টনেস দেখানো বলদ? নাকি একজন ভন্ড ধার্মিক?" আমার দ্বিতীয় প্রশ্ন, "ভাই মানবধর্মের ধর্মগ্রন্থ কে লিখেছেন? আপনি? আমার কাছে তো বড়লোকের সম্পদ কেড়ে নিয়ে গরীবকে দিয়ে দেয়া মানে মানবতা। আপনি কি একমত? আমার কাছে ক্ষুধার্ত মানুষ যদি দোকান ভেঙ্গে চুরি করে সেটা মানবতা।
আপনি কি বলেন?" আসলে মানব ধর্ম বানাতে গেলে কোনদিন একটা বিষয়ে সিদ্ধান্তে পৌছানো সম্ভব না। কারন সুবিধা নেয়া, ছলচাতুরি করা মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য। ওইসব ভন্ড মানুষকে বলি আপনি আপনার নিজের ধর্মগ্রন্থটি একবার খুলে দেখুন। আপনি যেই ধর্মের হন না কেন আপনি যদি আপনার ধর্মকে সঠিকভাবে বুঝতে পারেন এবং নিজের জীবনকে সেভাবে গড়তে পারেন তাহলে আপনি কখনই মানবতার বিরুদ্ধে যেতে পারবেন না। আরেকটি বিষয় হল বেশিরভাগ মানুষ কোন ধর্মের অনুসারীকে দেখে সেই ধর্ম সম্পর্কে ধারনা করে বসেন।
এটা ঠিক না। আমি একজন মুসলিম অথচ আমি নিজেও খুব ভালভাবে ইসলামকে অনুসরন করি না। তবে যা করি স্বীকার করি সব কিছুই। ঠিক করলে সেটাকে ঠিক বলি। ভুল বললে ভুল।
কোন ধর্মকে পরিত্যাগ করার আগে তাকে পড়ুন। জানুন। কোনটা গ্রহনের আগেও সেটাকে জানুন। না জেনে বেশি জানার ভান করবেন না। সবাইকে আল্লাহ ভন্ড মানুষের হাত থেকে রক্ষা করুক।
বিঃদ্রঃ এই স্ট্যাটাস যারা নিজেদের মনে প্রানে নাস্তিক ভাবেন এবং সকল ক্ষেত্রে মেনে চলেন তাদের জন্য নয়। তাদের প্রতি আমার সম্মান রইলো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।