আমাদের কথা খুঁজে নিন

   

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অভিনেতা দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াতের বিরুদ্ধে মামলা হয়েছে।

তৌকির-বিপাশার বিরুদ্ধে মামলা Mon, Mar 19th, 2012 11:58 am BdST ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অভিনেতা দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াতের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা হয়েছে। তৌকিরের বোন তানজিন হায়দার সোমবার সকালে আদালতে এ অভিযোগ দায়ের করেন। বাদীর পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মারিয়াম খন্দকার। মহানগর হাকিম মো. শাহাদত হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে জানিয়েছেন, এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে। সুইডেন প্রবাসী তানজিন অভিযোগে বলেছেন, গাজীপুরের রাজেন্দ্রপুরে ‘নক্ষত্রবাড়ি রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার’ করার জন্য তৌকির ও বিপাশার সঙ্গে মিলে তারা একটি কোম্পানি গঠন করেন।

এ কোম্পানির চেয়ারম্যান হন তানজিনের স্বামী সৈয়দ আলী হায়দার, আর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন তৌকির। তানজিনের দাবি, এই রোসোর্ট নির্মাণের জন্য তিনি ও আলী হায়দার মিলে নগদ ১৫ লাখ টাকা এবং ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৭৭ হাজার ৪২২ ডলার তৌকিরকে হস্তান্তর করেন। এ জন্য তিনি টাঙ্গাইলে পৈত্রিক সম্পত্তিও বিক্রি করেন। কিন্তু তৌকির ও বিপাশা ওই অর্থ দিয়ে ‘প্রতারণামূলকভাবে’ নিজেদের নামে জমি কিনে নক্ষত্রবাড়ি রিসোর্টে গড়েন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তানজিন বলেছেন, তাদের এখন ওই রিসোর্টে যেতে দেওয়া হচ্ছে না, বরং হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে তৌকির-বিপাশাকে গত জানুয়ারিতে আইনি নোটিশ দেওয়ার পরও তারা বিষয়টির ফয়সালা না করায় এই মামলা করেছেন বলে আর্জিতে উল্লেখ করেন তানজিন। মামলায় সাক্ষী করা হয়েছে মোট সাত জনকে। আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জাকারিয়া হায়দার। তৌকির ও বিপাশা দুজনেই উনিশ শ’ নব্বইয়ের দশকে টেলিভিশন ও মঞ্চের জনপ্রিয় অভিনয় শিল্পী। অভিনেতা আবুল হায়াতের মেয়ে বিপাশা আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

আর মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র ‘জয়যাত্রা’ নির্মাণ করে তৌকির আহমেদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ২০০৪ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১২১৫ ঘ. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।