সততার বিলাসিতা আর নয়
আমাদের এই যে জীবন তা কতটুকু অর্থবহ ? শুধুই কি স্বপ্ন কে পুরন করার জন্য, জয় করার জন্য এই লড়াই? অনেকের থেকে ভাল থাকবার জন্য, ভাল পোষাকের জন্য, ভাল ভাল খাদ্যের জন্য, সমাজে নিজের অবস্থান উঁচুতে রাখার জন্য, পরিবারের আরাম আয়েসের জন্য আমরা জন্মলগ্ন থেকে পরিশ্রম করে যাই। সন্তানদের ভালো স্কুলে লেখাপড়ার জন্য নিরন্তন যুদ্ধ করে যাই। তারপর হয়ে যাই .. রিটায়ার্ড ফাদার।
আজকাল টিভির টক্ শো তে কচি কচি বাচ্চাদের মুখে শুনি পিতা ও পুত্র কে বলা হয় জেনারেশন গ্যাপ। অথচ এই সন্তানদের জন্যই নিজের বিবেক কে দুরে ঠেলে দেয় পিতা।
যেন তেন ভাবে অর্থ উপার্জনে নিজের সারাটা জীবন ব্যায় করে হয়ে যেতে হয়- বুড়া ভামরা। নিজের জন্য কিছু করলে সংসারে শুনতে হয় বুড়ার ভিমরতি ধরছে। বুড়ার ভিমরতি যেন না হয় তার জন্য বানানো হয়েছে বৃদ্ধ নিবাস। পিতা মাতা ওল্ড হোমে আর সন্তানরা পিতার উপার্জনে বানানো ঘর এ সুন্দরী বঊ এর মনোরন্জনে মগ্ন ।
আমরা জন্মলগ্ন থেকে এই যে জীবন কাটাতে থাকি, এই জীবন কি শুধুই স্বপ্ন পুরনের জীবন।
নাকি স্বপ্নভংগের ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।