আমাদের কথা খুঁজে নিন

   

অর্থ অর্থহীন !



কলেজ থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি। ঝুম বৃষ্টি। রিকশা ওয়ালা আমার দিকে পর্দা এগিয়ে দেয়। আমি রিকশা থেকে নেমে পড়ি। সে অবাক হয়ে তাকিয়ে রয়।

সে তো জানে না আমার মনে এখন কি আনন্দ! ব্যাগ ভিজে যাচ্ছে। বই খাতা গুলো নষ্ট হবে, হোক। আজকের এই মুহূর্তটা উপভোগ করবো। আসলে এই যে সময়টা আমি উপভোগ করছি, এর জন্য কি কোনো অর্থের প্রয়োজন আছে! না নেই। জীবনকে উপভোগ করতে তো খুব বেশি অর্থের দরকার নেই।

জীবনে শুধুমাত্র একটু সচ্ছলভাবে চলা - এর চেয়ে বেশি কিছু আমি আর চাই না। বাবা রিটায়ার্ড, মা বিছানায়, বোন বিবাহযোগ্যা। আর আমি বেকার। চাকরীর সন্ধানে পথে পথে হাটছি। বৃষ্টির ঝাপটা শুরু হয়।

নিরাপদ আশ্রয়ে যাবার আগেই অনেকটা ভিজে গেলাম। ধুর ছাই! অসুখ বাধালে এখন ডাক্তারের টাকা পাবো কোথায়! এমন জীবন আর ভালো লাগছেনা। বন্ধুরা সবাই যার যার গতি করে ফেলেছে। দিন দিন বাড়ছে তাদের শান -শওকত। আমার সামনে দিয়ে গাড়ি হাকিয়ে যায়।

আর আমি কিনা এখনো পায়ে হাটার রাস্তায়। নাহ! জীবনে টাকাই সব। টাকা ছাড়া জীবনকে উপভোগ করা সম্ভব নয়। বউ ছেলে-মেয়ে নিয়ে যাচ্ছি থাইল্যান্ড। ছুটি কাটাতে।

দেশে কিছু আছে নাকি! যেখানেই যাই পিপিলিকার মতো গিজ গিজ। পুরো থাইল্যান্ড ঘুরে আসবো। জীবনটা এখন সত্যিই অর্থবহ মনে হচ্ছে। ভাবছি টাকার একটা বিছানা বানাবো। আমার সেই বোনটি স্বামী সংসার নিয়ে স্থায়ী হয়েছে আমেরিকায়।

দেশের বাড়িতে বাবা- মাকে একটা প্রাসাদ বানিয়ে দিয়েছি। ছেলেকে হাতখরচ দেই মাসে দশ লক্ষ টাকা। জীবনের সুখের উপকরণ আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। ছি আগে আমি ভাবতাম! দুটো ডাল ভাতেই জীবন চলে যাবে। অর্থের পিছনে ছুটে, তা প্রাপ্তিতে যে তৃপ্তি- এটাও তো আরেকজনের সাথে টক্কর দিয়ে, আরেকজনের অধিকার হরণ করে, মানুষজনকে ঠকিয়ে, প্রতারণা করে অর্জন করতে হয়।

জীবনতো একটাই। অর্থ দিয়েই একে উপভোগ করতে হয়। এখন বয়স হয়েছে। ব্যবসা পাতি ছেলেকে বুঝিয়ে দিয়েছি। কেন জানি জীবনটাকে এখন অর্থহীন মনে হয়।

কি লাভ সারা জীবন এই টাকার পিছনে ছুটে! বিত্ত বৈভব এখন গলার কাটা মনে হয়। গাড়িতে এখন আর চড়ি না। বিকেলে পার্কে হাটতে বেরিয়েছি। হঠাৎ বৃষ্টি। গাছের নিচে গিয়ে দাড়াই।

কি অপার্থিব এক পরিবেশের সৃষ্টি হয়েছে। জীবনে আরেকবারের মতো এবং চূড়ান্ত উপলব্ধি হলো মানুষের আসলে খুব বেশি অর্থের প্রয়োজন নেই। কাগজে কলমে যে অর্থের মালিক আমি সেটা আসলে আমার নয়। সম্পদের সুষ্ঠু বন্টনে পৃথিবীর প্রতিটি মানুষই সচ্ছলভাবে চলতে পারবে। শুধু শুধু কিছু মানুষের প্রাপ্য আমি লুন্ঠন করেছি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।