আমাদের কথা খুঁজে নিন

   

অর্থ



অর্থ - যাযাবর জীবন ছোট্ট একটি নাম অথচ বিশাল কলেবরে নানাবিধ কর্মযজ্ঞ তার সে এক অমূল্য রতন সকলের মনের ভেতরে থাকে খুব সযতন সকলে পিছনে পেছনে দৌড়োয় তার কেও কেও এদিক আর ওদিক হাতড়ায় তীব্র আকাঙ্ক্ষা মনে - তারে ধরিবার। কি সেই মহামূল্যবান বস্তু? বাঁধায় তুলকালাম অনর্থ; যার জন্য পৃথিবীতে সকল মতপার্থক্যের কারণ নির্ণয় করে দেয় সম্পর্কের ধরণ শুধুই দেবার আর নেবার এর মাঝে নেই কোনই তৃতীয় পক্ষ যদি অদৃশ্য কিছু থেকে থাকে তবে তা 'স্বার্থ'; তুচ্ছ তার নাম অথচ মহামূল্যবান মহার্ঘ্য এরই লাগি সকল বিসর্জন বিবেকহীন না হয় হলোই সকলের সাথে সম্পর্ক বিহীন হোক না বাবা, মা ভাই বোন পরিবার পরিজন কিংবা অন্য যে কোন সম্পর্ক এর কাছে সব একদম তুচ্ছ; সকল অনর্থের যে কারণ অমানুষের হৃদয় করেছে তারে ধারণ; খুব ছোট্ট একটি ডাক নাম তার - "অর্থ"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।