আমাদের কথা খুঁজে নিন

   

আমার টাকা কার পকেটে গেল???

houseless man নিজের পকেটে যখন টাকা থাকে না তখন মনে হয়, কারও পকেটেই টাকা নাই। আমার আয়ের উৎস দুইটা, চাকুরী এবং শেয়ার ব্যবসা। শেয়ার ব্যবসায় ধ্স্ খেয়েছি। চাকুরী করছি অথচ বেতন পাচ্ছি না। আমার আর্থিক অবস্থা কখনও খারাপ ছিল না।

এখন শূণ্যের কোঠায়। মনে হয় দেশটাই অর্থ শূন্য হয়ে গেছে। ধার চাওয়ার অভ্যাস নাই। পেটে ক্ষুধা। ধার না করে উপায়ও নেই।

ধার করে ক’দিনই বা চলা যায়? যার তার কাছে ধার চাওয়াও যায় না। বাঁচার জন্য ধার চাইতে হবে। ধার চাইতে গেলে কেউ কেউ বলেন সঞ্চিত অর্থ ভেঙে খাচ্ছি। এক গাড়ীওয়ালা বন্ধুর কাছ থেকে ধার চাইতে গেলে বললেন, গাড়ীর তেল কেনার পয়সা নাই। গাড়ী বের করতে পারছি না।

আসলে কি তাই! যে-যা বলে তাই বিশ্বাস করতে হয়। বিশ্বাস না করে তো উপায় নাই, কারণ আমার পকেটে টাকা নাই, মনে হয় সত্যিইতো ওর কাছে টাকা না-ও থাকতে পারে। এক বাড়ীওয়ালার কাছে গেলাম, বলে ভাড়াটিয়ারা এখনো বাড়ী ভাড়া দেয় নাই। তাহলে কি বলতে বাধা নেই যে দেশে অর্থনৈতিক মন্দা চলছে। টাকা গেল কোথায়? অর্থ মন্ত্রী বলছেন টাকা আছে।

সরকার এবং তার দলের লোক জন বলছেন, দেশে কোন অর্থনৈতিক মন্দা নেই। আসলে কোনটা ঠিক আমি নাকি সরকার? তাহলে আমার টাকা কার পকেটে গেল??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.