আমি সাধারণ মুসলমানদের মধ্যে একজন ... বিসমিল্লাহির রাহমানীর রাহীম।
সকল প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর।
মুসলমান হিসেবে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদাত হল দৈনিক ৫ওয়াক্ত সলাত। শেষ বিচারের দিন সর্বপ্রথম সলাতের হিসাব নেয়া হবে।
যে ব্যক্তি সলাতে পাশ করবে, তার জন্য বাকি সব কিছুতে পাশ করা সহজ হবে। আর যে সলাতে ফেল করবে, তার জন্য বিপরীতটাই সত্য।
যে কোন ইবাদাত কবুল হওয়ার জন্য নিম্নোক্ত ২টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে :
১। ইবাদাত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া
২। রাসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) এর প্রদর্শিত পদ্ধতিতে হওয়া।
এই ২টি শর্তের কোন ১টি অনুপস্থিত থাকলে ইবাদাত কবুল না হওয়ার আশংকা থেকেই যায়। সলাতের ক্ষেত্রেও এ কথা সত্য। অনেকেই হয়ত সলাত আল্লাহর সন্তুষ্টির জন্য পড়েন কিন্তু সেই সলাত যদি রাসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) এর প্রদর্শিত পদ্ধতিতে না হয় তাহলে তা কবুল হওয়ার ব্যাপারটি প্রশ্নসাপেক্ষ। কেননা মহান আল্লাহ তা'আলা বলেন: "হে ঈমানদারগণ! তোমরা (সর্বাবস্থায়) আল্লাহর আনুগত্য কর, (শর্তহীন) আনুগত্য কর (তাঁর) রাসূলের, (বিদ্রোহ করে) কখনো তোমরা নিজেদের আমলগুলো বিনষ্ট হয়ে যেতে দিও না" (সূরা মুহাম্মাদ: ৩৩)
আমরা অনেকেই ভাবছি, আমাদের সলাত পদ্ধতি ঠিক আছে কিন্তু আসলে অনেক ভুল আছে। তাই সেই সব ভুল সংশোধন করতে হবে রাসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) এর সহীহ হাদীস থেকে।
কেননা রাসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেন: " তোমরা সেই ভাবে সলাত আদায় কর, যেই ভাবে আমাকে সলাত আদায় করতে দেখ। " (বুখারী, মুসলিম, মিশকাত: ৬৮৩)
সলাত আদায়ের সঠিক পদ্ধতি জানতে নিচের বইটি ডাউনলোড করে নিতে পারেন।
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)'র নামায- শায়খ মুহাম্মাদ নাসিরুদ্দিন আলবানী
আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করেন এবং সর্বদা সহজ ও সঠিক পথের উপর অটল থাকার তওফীক্ব দান করেন। আমীন!!!
বি:দ্র: কারো যদি সলাত সংক্রান্ত আরো বই পড়ার ইচ্ছা থাকে, আমাকে বলতে পারেন। লিংক দেওয়া যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।