I believe-If you have something useful to others then give it, this habit would make our planet a piece of heaven. যে জাতি ভাষার সম্মান রক্ষার জন্য প্রাণ দিয়েছে, অকাতরে ঝাঁপিয়ে পড়েছে আন্দোলন সংগ্রামে, যতুটুকুন সাধ্য আছে তা নিয়েই সামনে এগিয়ে গেছেন। তাঁদের দেশেই আজ ভাষার ব্যবহারে সংযমের ভীষণ অভাব পরিলক্ষিত। যা মু্খে আসে তা বলার নামই কি ভাষা? নাকি কিছু আবেগ, কিছু অনুভূতি, কিছু ক্ষোভের গতিপ্রকৃতিতে পরিবর্তন এনে, তারপর সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে নিজের মত/ভাব প্রকাশ করার মধ্যে ভাষার সৌন্দর্য? নেতা নেত্রীর ভাষা ব্যবহারের ক্ষেত্রে শব্দ প্রয়োগ, শব্দ সংযোজন, বাক্য গঠন, বাক রীতি ইত্যাদির যে ভয়াবহ ঝড় ধেয়ে আসছে তাতে আগামীতে বাংলা একাডেমিকে নতুন করে শব্দকোষ রচনায় হাত দিতে হতে পারে হয়ত! তা'নাহলে আগামী প্রজন্ম বক্তব্যের কিছুই বুঝে উঠতে পারবে না হয়ত? নাটক সিনেমায় তো বাংলা ভাষার প্রাণ ওষ্ঠাগত। ব্লগের টাইটেল নির্মাণ, একে অপরকে প্রতিহত করা, প্রতিবাদের ভাষা, রাগ ও ক্ষোভের প্রকাশে ভাষার ভয়ানক প্রয়োগ-দেখার মতো। যুক্তি হারিয়ে গেলে নাকি মানুষ তার স্বাভাবিক অভিব্যক্তি হারিয়ে ফেলে, ক্ষ্যাপাটে হয়ে উঠে, ভাষার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। আমারা কি তাহলে ক্রমাগত যুক্তি হারিয়ে ফেলছি? সবার জন্য অবিরাম শুভেচ্ছা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।