আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামের ভাষা বা চাটগা ভাষা এবং দেশের অন্যান্য অঞ্চলের ভাষা

Hope

যারা চট্টগ্রামের নন কিন্তু চট্টগ্রামে থাকেন বা থেকেছেন লম্বা একটা সময় তাদের এ ভাষা শিখতে অনেক বেগ পেতে হয়। বেশীরভাগই শিখতে পারেন না এবং রায় দিয়ে দেন যে শেখা অসম্ভব। কিন্তু যে ব্যাপারটা লক্ষনীয় যে একজন চট্টগ্রামের ছেলে বা মেয়ে দেশের অন্যান্য অঞ্চলের ভাষায় পারদর্শীতা রাখে বা মোটামুটি পর্যায়ের দক্ষতা হলেও আছে। কিন্তু অন্যান্য অঞ্চলের মানুষের চাটগা ভাষা শিখতে অনেক কষ্ট করতে হয়। আজকে এনিয়ে এক কথা কাটাকাটির এক পর্যায়ে একজন কুমিল্লার মানুষকে যে ব্যাখ্যাটা দিলাম তা আপনাদের সাথেও শেয়ার করি।

ব্যাপারটা হল একজন চাটগা ছেলে বা মেয়ের মুখে আপনি যে শুদ্ধ ভাষার রূপটা বা টানটা শোনেন তা সে পরিপূর্ণভাবে নিজ ফ্যামিলি থেকে শিখে আসে তা নয়,কারণ এখনও প্রতিটি ফ্যামিলিতে খাঁটি চাটগা ভাষা(যাদের দাদা নানা ২ সাডই বা একপক্ষ চাটগা) চলে। স্কুল কলেজে গেলেও ছোট থেকেই সে শিক্ষক ও বন্ধুদের সাথে চাটগা ভাষায় কথা বলতে লজ্জা পায় যদিও ঘরে ফিরে তাকে ঐ আবহেই ফিরে যেতে হয়। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে সে কি ভাষায় কথা বলে?সেখানে সে মূলত বিটিভি(এখনকার বাচ্চাদের জন্যে বিটিভির সাথে চ্যানেল আই,এটিএন,আরটিভি)ও পাঠ্যবইয়ের সংমিশ্রনে ঢাকাইয়া টান+বিটিভির শুদ্ধটান এবং পিতামাতার সাথে প্র্যাকটিস করা শুদ্ধ ভাষাটায় বলে। এক্ষেত্রে পিতামাতার ভূমিকাটার গুরুত্ব যে তাঁরা সন্তানকে আঞ্চলিক ভাষা শেখানোর চেয়ে শুদ্ধ ভাষাটায় শেখাতে আগ্রহী। যদিও সন্তানেরা নিজউদ্যেগে আঞ্চলিক টানেই পারদর্শী হয়ে ওঠে।

এভাবেই চাটগা শিক্ষিত সমাজে আঞ্চলিক ভাষা বেঁচে আছে। সে সাথে অন্যান্য অঞ্চলের আত্মীয়স্বজনের সাথে বলা তাদের ভাষাটাতেও সমানভাবে দক্ষতা অর্জন করতে থাকে। কিন্তু একজন কুমিল্লা,সিলেট,ঢাকা,নেত্রকোনা,খুলনার পাবলিক ঘরেবাইরে,স্কুলে,কলেজে,বনেজঙ্গলে,অফিসে,ট্যুরে,জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নিজ আঞ্চলিক টান ও ইংরেজী ব্যতিত অন্য কোন টান ব্যবহারের সুযোগ পায়না। ফলে ছোট থেকেই এইস্যুতে তার মেধা সেভাবে বিকশিত হতে পারেনা। তাই সে চাটগাতে গিয়ে যে টান ইউজ করে,ঢাকাতেও তা,বরিশালেও তা,খুলনা,সাতক্ষীরাতেও তা।

কিন্তু একজন চাটগার মানুষ সবঅঞ্চলে গিয়েই বুঝতে পারে কি টানে কথা বলতে হবে এবং সেঅঞ্চলের ভাষা জানা থাকলে তো আরও ভালো। এক্ষেত্রে নোয়াখালীর মানুষেরও একজন চাটগা লোকের সাথে মিল থাকার সম্ভাবনা থাকে এ ভাষাশিক্ষার প্রক্রিয়ায় প্রথম থেকে শেষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.