আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভাষা--প্রাণ প্রিয় বাংলা ভাষা

সকালে জেগেই মনটা ভাল হয়ে গেল, বাইরে দেশাত্মবোধক গান চলছে ভাষার প্রতি সবার এই টান যতই দেখি ততই মুগ্ধ হই। হব নাইবা কেন, কে পেয়েছে আর আমাদের মত - মধুর মত মিস্টি - বাংলা ভাষা। দেশের মানুষের ভাষার প্রতি মমত্মবোধ যথেষ্টই, কিন্তু নেতাগুলা সবই আজাইরা। মুখে আসে খালি বুলি, সবসময় নিজের পথে চলি- এই তাদের নীতি। কিছু পোলাপান আছে যারা আজ ঠিকই বাংলা গান বাজাবে, কাল সকাল থেকেই মাসআল্লাহ-- পুরাদমে ছাম্মাক চালো চলবে একটু যদি আক্কেল থাকতো এদের।

খারাপ লাগে, আনেক খারাপ লাগে দেশের আবস্থা দেখলে। আমি নীতিবান মানুষ তা বলিনা, নীতিকথাও ছড়ায় বেড়াই না, কিন্তু সব কিছুরইতো একটা শেষ আছে। আমাদের এই সুন্দর দেশটাকে যেন একরকম ঠেলেই ধ্বংশের মুখে পাঠানো হচ্ছে। : । লিখতে ইচ্ছা হল তাই লিখলাম।

আজকের দিনে চারপাশ তাকিয়ে কথাগুলো বলতে মন চাইল, বলে দিলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.