আমাদের কথা খুঁজে নিন

   

কালো পিঁপড়ার কবিতা

উপেক্ষিত -কালো পিঁপড়া বেঁচে থাকার মানে যদি হয় তোমাকে পাওয়া তবে তোমায় না পেলেও কেন শ্বাস চলে ? তোমার ডাক নাম যদি ‘জান’ হয় তবে তা চলে গেলেও কী করে বাঁচি ? দুজনের সম্পর্ক যদি এক শরীর তৈরি করে তবে সে শরীরের বেঁচে থাকা রক্ত প্রবাহে নয় কেন ? টেলিকমিউনিকেশন্সে যে শরীর বাঁচে আর যাই হোক, তাতে রক্তের টান উপেক্ষিত । শ্বাস নেবার সময় যদি হয় শুধু মাঝরাত তবে তাতে ভোরের সাথে মৃত্যুও নিকটবর্তী হয় । বেঁচে থাকার তাগিদেই তরল অক্সিজেন তখন খুব আপন হয়ে উঠে । গত রাতের বেঁচে থাকাই যখন তোমার কাছে সেই স্বপ্নের মত, যা ভোর হতেই মানুষ ভুলে যায় সেখানে আর যাই হোক, সত্য উপেক্ষিত । মৃতের দলে ভিরে আমার চোখে দুনিয়াটাকে দেখ - খুব বেশী স্বার্থপর মনে হবে নিজেকে ।

অনেক ভেবে কবিতা লেখার দিন শেষ কারণ ভালোবাসাগুলোই আজ সাজানো । ভীষণ ক্ষরায় যে কৃষক বৃষ্টির উপর আস্থা রাখতে পারে না – আর যাই হোক সেখানে বিশ্বাস উপেক্ষিত । হাজারো প্রতিশ্রূতি যদি আজ বুকে আঁকরে থাকি নিজেকে তখন খুব বোকা মনে হয় । যদি ধরে নেয়া হয় প্রতিশ্রুতি গুলো দেয়াই হয় ভেঙ্গে ফেলার জন্য কেবল তখনই জীবনের হিসেব টাকে মেলাতে পারি । দু চোখের এক স্বপ্ন পূরণে যদি মন বাঁধ সাধে আর যাই হোক, সেখানে ভালবাসা উপেক্ষিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.