আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহ তায়ালার ৯৯ নাম সীমিত মনে করেন যারা

যারা ইসলামের সত্য তুলে ধরে সকলে তাদের বিপক্ষে থাকে (বিপক্ষে যারা থাকে তারা কিছুই জানেনা), আল্লাহ আমার সাথে আছেন। । । কারা মনে করেন? ইনি মনে করেন>http://www.sabujbanglablog.net/16533.html সাধারণ মুসলমানেরা মনে করেন। (৮০%) আমরা মুসলমানরা সাধারণত বলে থাকি যে,আল্লাহ রব্বুল আ’লামিন এর ৯৯টি নাম আছে।

আবার অনেকের মনে শক্ত বিশ্বাস যে আল্লাহ পাকের ৯৯ টি নাম আছে এর বেশি নেই। অনেকে অযৌক্তিকভাবে সুরা আ'রাফ-এর ১৮০ নাম্বার আয়াত দেখান, "আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে।

" ‌[7:180] এই আয়াতে কিন্তু বলা হয়নি আল্লাহ পাকের মাত্র ৯৯ টি নাম আছে এর বেশি নেই। ৯৯ এর সমর্থনে হাদিসও দেখানো হয়। আল-বুখারীর (2736) আর মুসলিম শরীফের (2677) হাদিস অনুযায়ী, “যে ব্যক্তি আল্লাহ রব্বুল আ’লামিন এর ৯৯ টি নাম মনে রাখবে এবং আমল করবে,সেই ব্যক্তি বেহেশতে যাবে”। The scholars are unanimously agreed that this hadeeth does not mean that Allaah has only ninety-nine names, or that He does not have any other names apart from these ninety-nine. Rather what the hadeeth means is that whoever learns these ninety-nine will enter Paradise. The point is that one may enter Paradise by learning them, not that the number is limited to these names. উল্লিখিত হাদিস দ্বারা কিন্তু বলা হয়নি যে,আল্লাহ তায়ালার শুধুমাত্র ৯৯ টি নামই আছে। বরং ৯৯ উল্লেখ করার কারণ হল অসংখ্য নামের মধ্য ৯৯ টি নাম হল সর্বোত্তম নাম।

কোরআনে আরো বলা হয়েছে যে, বলুনঃ আল্লাহ বলে আহবান কর কিংবা রহমান বলে, যে নামেই আহবান কর না কেন, সব সুন্দর নাম তাঁরই। আপনি নিজের নামায আদায়কালে স্বর উচ্চগ্রাসে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না। এতদুভয়ের মধ্যমপন্থা অবলম্বন করুন। ‌[17:110] মানে যত সুন্দরতম নাম আছে,তার প্রত্যেকটিই আল্লাহ রব্বুল আ’লামিন এর গুনগত নাম। অতএব বলা যায় যে,আল্লাহ রব্বুল আ’লামিন এর অসংখ্য নামের মধ্যে ৯৯ টি নাম হল সর্বোত্তম নাম।

সেই সাথে আরও বলা হয়েছে যে,“যারা এই নামসমূহ শুনবে তারা যেন মুখস্থ করে”। তাই আমরা ৯৯ টি নামের অধিক গুরুত্ব দিব ঠিকই তবে মনে রাখব যে,আল্লাহ রব্বুল আ’লামিন এর নাম শুধুমাত্র ৯৯ এর মধ্যেই সীমিত নয়,বরং অসংখ্য গুনগত নাম আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.