আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি। ওই মিয়া খেলার সাথে রাজনীতি মিলান কেন? শহীদ আফ্রিদি দেখতে কি সুন্দুর চান্দের লাহান! শচীন মহান ক্রিকেটার! যারা ভাল খেলে তাদেরই তো সাপোর্ট করব! বাংলাদেশ কি এমন খেলে যে সাপোর্ট করতে হবে?
জুতার বাড়ি মারি তোগো যারা এসব কথা কস। দেখ এখন আমরা কেমন কইরা তোগো হারাইলাম। কই গেলি তোরা? মাটির তলে ঢুকসোস নির্লজ্জের দল। বাইরে আয় দেখ একটু।
তোরা কোনদিন এমন আনন্দ করতে পারবি না। নিজের দেশ কেন সাপোর্ট করতে হবে এই বুদ্ধি যেসব ছাগলের বাচ্চার নাই, তাদের জন্য দুঃখে আমার কলিজা ফাইটা যাইতেছে। তাদের আজকে বড়ই কষ্টের দিন। তারা মুখ দেখাইতে পারতেছে না।
সাবাশ বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়,
জ্বলে পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।