কারো বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের না। এটা সরকারের উপরতলা থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারের না মানে স্বরাষ্ট্রমন্ত্রীর না । স্বরাষ্ট্রমন্ত্রীর না মানে পুলিশেরও না। ফলে বেডরুমের ভিতর যদি খুন-খারাপি, ছিনতাই বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তার দায়-দায়িত্ব অব্যশই এবং অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।
এর কোন বিকল্প নেই। সরকার বেডরুম পাহারা দেবার জন্য কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতায় আসেনি।
কিন্তু পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলামকে যে রাজপথে ছিনতাইয়ের শিকার হলেন, সেটার কী জবাব? তাকে যে ছিন্তাইকারীরা ভোরবেলা রাজপথে পরিবারের লোকজনসহ গাড়ি থেকে নামিয়ে গাড়িসহ সকল মালসামানা নিয়ে গেল তার কী হবে? এর কী কোনো জবাব আছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ?
হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে কয়েক বিলিয়ন গুণ ভালো । তার জন্য আগে আপনাকে ছিনতাইয়ের গল্পটা শুনতে হবে।
ডিআইজি সাহেব সারারাত স্কয়ার হসপিটালে ছিলেন। তার ভায়রা ভাই ওই রাতেই মারা যান। ভোরবেলা তিনি হাসপাতাল থেকে বেরিয়ে পরিবারের দুই সদস্যকে নিয়ে মোহাম্মদপুরের খিলজি রোড়ের বাসার দিকে রওয়ানা হন। খিলজি রোড়ে ঢোকার মুহুর্তেই পাঁচ-ছয় যুবক অস্ত্র নিয়ে গাড়িটি আটকিয়ে এক্স করোলা গাড়িটিসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। বলে রাখা ভালো, ডিআইজি সাহেবের সঙ্গে তখন তার দেহরক্ষী ছিলেন না।
ছিনতাইয়ের ঘটনা রাজপথে ঘটেছে এটা ভোরের মিষ্টি আলোর মতো সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে- ডিআইজি সাহেব কোথায় যাছিলেন। ক্লান্ত ডিআইজি সাহেব বাসায় গিয়ে কি করতেন ? নিশ্চিয় ঘুমাতে যেতেন। হ্যাঁ, এই তো আসল কথা, তার মানে ডিআইজি সাহেব বেডরুমের দিকে যাচ্ছিলেন। সুতরাং, সরকার তো আগেই বলেছে, তারা বেডরুমের নিরাপত্তা তারা দিতে পারবে না।
তাহলে এখন যারা বেডরুমের দিকে যাবে তাদের নিরাপত্তার দায়দায়িত্ব সরকার নেবে না।
সাফ কথা। ডিআইজি সাহেব যদি বাসার দিকে না গিয়ে অফিসের দিকে যেতেন তাহলে অবশ্যই সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ দায়দায়িত্ব নিত। কিন্তু এখন আর নেবে না। কারণ তিনি বেডরুমের দিকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন।
সাফ কথা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।