মনফুলের বাগানে স্বাগতম... ১/ সাহাবী হযরত আবু দারদা কে এক ব্যক্তি জিজ্ঞেস করল, মানুষ মৃত্যুকে এত ভয় করে কেন?
জবাবে আবু দারদা বললেন, সাধারণত প্রায় সকলেই দুনিয়া আবাদ করছে আর আখেরাত বরবাদ করছে। সুতরাং আবাদীর দিক হতে বরবাদীর দিকে যেতে ভয় পাবে এটাই তো স্বাভাবিক।
২/ ঝগড়া বিবাদে নেমে পড়া সহজ কিন্তু তা হতে বের হয়ে আসা খুবই কঠিন। - হযরত আলী (রাঃ)
৩/ লোভ আদমকে বেহেশত হতে বের করেছে আর হিংসা ফেরেশতাদের ওস্তাদকে শয়তানে পরিণত করেছে। - ছালাবী
৪/ প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে আল্লাহর বিধানকে সর্বাপেক্ষা বিজ্ঞোচিত সিদ্ধান্ত বলে মেনে নিতে পারে।
- ইবনে মাতরুহ
৫/ বসরার ইমাম আসমায়ী এক বৃদ্ধ বেদুইনকে জিজ্ঞাসা করলেন, আপনার বয়স কত?
প্রাণ প্রাচুর্যে ভরা বৃদ্ধ জবাব দিলেন, একশ বিশ।
ইমাম জানতে চাইলেন, এই দীর্ঘায়ু ও সুস্থতা আপনি কীভাবে পেলেন?
বৃদ্ধ জবাব দিলেন, জীবনে আমি কখনো নিজেকে হিংসার আগুনে জ্বালাই নাই।
৬/ নিজের মাতা সম্পর্কে যদি তোমার অন্তরে সামান্যতম শ্রদ্ধাও থাকে তবে অন্যের মাতাকে কখনো গালি দিও না। - আ’মেলী
৭/ মৃত্যুর পূর্বে হযরত ওমর ইবনে আব্দুল আজীজ মুনাজাত করেছিলেন, ইয়া আল্লাহ! জীবনে তো কোনদিনই তোমার নির্দেশ পরিপূর্ণভাবে পালন করতে পারি নি। তারপরও যদি তুমি ক্ষমা করে দাও তবে তা হবে তোমার সীমাহীন মহত্ত্ব কিন্তু যদি তুমি আমাকে শাস্তি দাও তবে তা তোমার ইনসাফ ছাড়া অন্যকিছু হবে না।
---------------------------------------------------
সূত্র - কুড়ানো মানিক - মাওলানা মুহিউদ্দিন খান - মদীনা পাবলিকেশান্স
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।