ভালোবাসি ফুল, চাঁদ, শিশু আর বাংলাদেশ। রাজাকার-মৌলবাদীরা ১০০ হাত দূরে থাকুন। নিজস্ব মতিবেদক
বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার ভাঁড়প্রাপ্ত নায়েবে আমীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ত্যাগ করার হুমকি দিয়েছেন।
আজ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন।
মির্জা ফখরুল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গতকাল মহা সমাবেশে যোগ দানকারী সকলকে তিনশত টাকা ও এক পেকেট বিরিয়ানী দেয়ার অংগীকার করেছিলেন মাননীয় দেশনেত্রী, বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার আমীর আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়া।
আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমাবেশে উপস্থিত ছিলাম। কিন্তু না পেয়েছি টেকাটুকা, না পেয়েছি বিরিয়ানী। ’
ক্ষুব্ধ কণ্ঠে ফখরুল জানতে চান, আমার টেকাটুকা আর বিরিয়ানী গেল কই?
তিনি বলেন, ‘অন্য দেশে ভাঁড়প্রাপ্ত নায়েবে আমীরেরা পায় সোনার খনি, তামার খনি। আর আমি পেয়েছি চোরের খনি। ’
দেশের চলমান রাজনীতি নিয়ে গভীর হতাশা বেক্ত করে মির্জা ফখরুল বলেন, কেউ কথা রাখেনি।
তেত্রিশ বছর কেটে গেল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রধান মন্ত্রী ভাষাকন্যা গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী ড. শেখ হাসিনার প্রতি আহ্বান জানাই, তিনি যেন আমার তিনশত টাকা ও এক পেকেট বিরিয়ানীর বেপারটি ফয়সালা করে দেন।
মির্জা ফখরুল বলেন, প্রধান মন্ত্রী এর পুর্বে সাগর-রুনির হত্যাকান্ড তদন্ত তদারকির ভার নিজের কাধে তুলে নিয়েছেন। আকরাম খান পদত্যাগ করার পর তিনি এ বিষয়ে ফয়সালা করতে এগিয়ে এসেছেন। শিশু মেঘের দায়িত্ব নিয়েছেন।
কাজেই আমার দায়িত্বও তাকে নিতে হবে। তিনি দেশের সকলের প্রধান মন্ত্রী, সবার সমস্যা তাকে মিটমাট করে দিতে হবে। আমি সুবিচার চাই।
তিনি আরও বলেন, এই ভাবে রাজনীতি করে যাওয়া তার পক্ষে আর সম্ভব নয়।
মির্জা ফখরুল আবেগঘন কণ্ঠে বলেন, আমাকে লন্ডনে শহীদ জিয়াউর রহমানের পুত্র তারেক জিয়ার ফাইফরমাশ খাটতে যেতে হয়।
তার বাজার করে দিতে হয়। বেংককে বেগম খালেদা জিয়ার অপর পুত্র আরাফাত কোকোর ফাইফরমাশ খাটতে যেতে হয়। তাকে টেকাটুকা বুঝিয়ে দিয়ে আসতে হয়। দেশে বিএনপির বিশেষ নেতা মোসাদ্দেক আলী ফালুর ফাইফরমাশ খাটতে হয়। অথচ আমি না পাই কম্বল, না পাই টেকাটুকা, না পাই বিরিয়ানী।
আমি বিএনপি ছেড়ে এলডিপিতে যোগ দিব।
এলডিপি নেতা কর্নেল (অব.) ড. অলি আহমদ চট্টগ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলডিপিতে যোগ দিতে চাইলে আমি তাকে স্বাগত জানাব।
এ বেপারে বিএনপি নেতা মওদুদ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মির্জা ফখরুল না পাওয়ার বেদনা থেকে এসব বলছেন।
মওদুদ বলেন, উনি কেন টেকাটুকা পাননি বা বিরিয়ানী পাননি, আমি বলতে পারব না। তবে আমি ছয়শত টাকা আর দুই পেকেট বিরিয়ানী পেয়েছি।
সূত্র: মতিকণ্ঠ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।