তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি ১ শিক্ষক (আমজাদ আলি, ভারপ্রাপ্ত প্রোক্টর, স্যার এ এফ রহমান হল) এবং ১৫-২০ ছাত্র আহত। নীলখেত এ এই সংঘর্স। ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের ছাত্র শুভ'র সাথে ঢাকা কলেজের ছাত্রের তর্ক থেকে সংঘাৎ। স্যার এ এফ রহমান হলের দুই ছাত্র গুলি খেয়েছে।
আরও খবর Click This Link
Click This Link
Click This Link খাবারের দোকানে কথা কাটাকাটির একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের মধ্যে বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে নীলক্ষেতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নীলক্ষেতের একটি হোটেলে খাবার খাওয়াকে কেন্দ্র করে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে তা সংঘর্ষে রুপ নেয়।
রাত পৌনে ১২টার দিকে এ রিপোর্ট লেখার সময়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছিল।
ঢাকা কলেজের ছাত্ররা কয়েকরাউন্ড গুলি ছুড়েছে বলে ঢাবি ছাত্ররা অভিযোগ করেছেন।
নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, যেহেতু ছাত্রদের মারামারি। তাই আমরা এখনো ফোর্স মোতায়েন করিনি।
আমরা উপরে খবর দিয়েছি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে অগ্রসর হবো। ছাত্রসংগঠনের নেতা-কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমষ্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এদিকে আমাদের ঢাকা মেডিকেল প্রতিবেদক আব্দুল হাকিম জানান, রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে সংঘর্ষে আহত ২জনকে ভর্তি করা হয়েছে। এরা হলেন ঢাবির আইন বিভাগের ২য় বর্ষের ছাত্র শরীফ হাসান শুভ(২১) এবং ঢাবি উপাচার্যের ব্যক্তিগত ফটোগ্রাফার আনোয়ার হোসেন মজুমদার(২৫) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র।
এছাড়া চিকিৎসা দেওয়া হচ্ছে আরও ৩জনকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাথমিক সংঘর্ষের পর ২টি পক্ষই যখন ২দিকে ফিরে যাচ্ছিল তখনই ঢাকা কলেজ ছাত্রলীগের আহবায়ক সেহাব উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক তারেকের নেতৃত্বে সশস্ত্র অবস্থায় ঢাবি ছাত্রদের উপর হামলা চালানো হয়। তবে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত থাকলেও ছাত্রলীগের কেন্দ্রীয় এবং ঢাবি নেতারা তাদের সামনে অগ্রসর হতে দিচ্ছেনা।
রাত সাড়ে ১১টার দিকে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আহতদের দেখতে হাসপাতালে যান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।