বিশাল সমাবেশ করল বিএনপি। আরও বিশাল করবে আওয়ামী লীগ। দলীয় নেতা কর্মী, যারা দল ক্ষমতায় গেলে লাভবান হবে, এরা ছাড়াও নিশ্চয় আরও বহু লোক এসব সমাবেশে আসছে। কেন আসছে/আসবে? এত সচেতন এরা? কিসের জোরে এরা আসছে সবাই জানি। একেক জন হয়ত একেক রকম মূল্য পাবে।
কেউ নগদ, কেউ অন্য কোন সুবিধা।
সকাল-বিকাল রাজনৈতিক নেতাদের গালি দিই, কিন্তু একি নেতা যখন আমার ভাইয়ের শ্যালিকার শ্বশুরের বড় ভাইয়ের মেঝো জামাতা, তখন তার কাছ থেকে সুবিধা নিতে কিংবা পাবলিকের সামনে কিঞ্চিৎ গর্ব ভরে ‘আরে উনি তো আমার আত্মীয়’ বলতে লজ্জা করে না।
এলাকার গডফাদার (প্লাস কোন বড় দলের স্থানীয় নেতা) যখন এলাকার বুড়া চাচা মিয়ারে নির্বাচনের আগে আগে এসে বুকে জড়িয়ে ধরেন, তখন চাচা মিয়া ভাবেন, আহ! কত বড় কলিজার মানুষ। আমারে বুকে জড়িয়ে ধরছে। ভোটটা উনারেই দিই।
এখানে দেখলাম, এক সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী এলো, আর বিভিন্ন বাঙ্গালী সংগঠনের সদস্য, নেতা পাতিনেতা সবার হিড়িক লেগে গেল উনার সাথে দেখা করার জন্য। বউ ছেলেমেয়ে নিয়া একটা পোজ দিয়া ছবি তুলবো, এইটা ছাড়া তাদের আর কোন উদ্দেশ্য নাই। প্রবাসী বাঙ্গালীদের সমস্যা বলার কোন উদ্দেশ্য নাই। কিংবা মতবিনিময়ের কোন সুযোগ যদি থাকেও, সরকারের সমালোচনা দূরে থাক, কোন প্রশ্নই কখনই করবে না।
ওই নেতার ‘আত্মীয়’, কিংবা বুড়া চাচা কিংবা এইসব প্রবাসী, এরা কেউই কিন্তু ‘খারাপ’ মানুষ না।
এরা খুবই টিপিক্যাল মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও উচ্চবিত্ত। তবে?
বড় দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতা, ছাত্রনেতাদের সাথে ব্যক্তিগতভাবে মেলামেশার সুযোগ অনেকেরই হয়েছে। এরা দেশের জন্য বা মানুষের ভালোর জন্য রাজনীতি করে এটা আমার কখনই মনে হয়নি। সবার লক্ষ্য এক ও অভিন্নঃ দল ক্ষমতায় গেলে নিজের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করা। এদের কেউই তো এক সময় দলের বড় নেতা হবে, এমপি/মন্ত্রী হবে।
তবে সমাধান কোথায়? নাকি আমরা নিজেরাই ঠিক না? আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক না? সাহসের অভাব?
ব্লগে সারাক্ষণ কত বিষয় নিয়ে আলোচনা হয়। এসব বাস্তব সমস্যা নিয়ে কেন কেউ আলোচনা করে না? বাস্তবসম্মত আলোচনা।
প্রিয় ব্লগার উদাসী স্বপ্নের এই পোস্টে কিছু আলোচনা হইছে। এইটা সামুতে আমার সবচেয়ে প্রিয় পোস্ট View this link
আরেকটা ব্যক্তিগত পর্যবেক্ষণ, আমাদের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলোতে আগে ছাত্র রাজনীতি ছিল না, কিন্তু গত কয়েক বছরে বিস্তার লাভ করছে, এর জন্যও আমার মনে হয় বিভিন্ন চাকরিতে দলীয় নিয়োগের মহামারীই কারন।
অন্যদের কথা জানি না, কিন্তু দেশের বাইরে আসার পর; আগে যে নিউজ সারাক্ষণ পড়লেও, দেখলেও কিছু মনে হত না, এখন ঐসব নিউজ দেখলে খালি হতাশ লাগে।
এর কারন বোধহয় অবচেতনভাবে সারাক্ষণ দুই দেশের তুলনা। দেশের হাজারটা সমস্যাঃ অর্থনীতি, মধ্যপ্রাচ্য সহ প্রবাসীদের সমস্যা, শেয়ারবাজার, সামাজিক কত সমস্যা। গবেষণা করার, সমাধান করার কত কিছু, কিন্তু কিছুই হচ্ছে না। কয়দিন আগে এখানের পত্রিকায় একটা নিউজ পড়লাম, একটা গবেষণার ফলাফল, বাণিজ্যিক এলাকার আশেপাশে বসবাসকারীদের সন্তান তুলনামূলক কম ওজনের হয়। পড়ে মনে মনে হাসলাম।
কত তুচ্ছ একটা বিষয়।
(পোস্ট হয়ত আধ খেঁচড়া হইছে। মাফ কইরা দিয়েন। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।