নৈঃশব্দের বৃষ্টিগুলো অঝোরে ঝরে পড়ে চোখের কোণ বেয়ে
নিদারুণ কষ্টের দেয়ালে আচঁড়ে পরে হতশার বজ্র নিনাদ,
শীতের সকালের মতো জীবনের সম্মুখে কুয়াচ্ছন্ন দুপুর
নিস্প্রভ হতে হতে বিলীন হয় যত ছিলো গাথাঁ স্বপ্নবিলাস।।
দুপুরের সূর্য হাসে তবু অবিকল থেকে যায় রাতের কৃষ্ণতা
দগ্ধ হওয়া হৃদয়ের খরতাপ কমেনা,সন্ধে হয় তবুও,
স্বপ্নের বিচূর্ণ আয়নায় ভেসে উঠে মরু শুন্যতার তপ্ত দিগন্ত
এখন শুভ্র কাফনে জড়ানো 'এই আমাকে' ছুয়োঁনা তুমিও।।
কখনো যদি সজ্জিত হয় গো'র গোলাপ কিংবা বেলীর রঙে
কবরের টিলায় হয় যদি কৃষ্ণচূড়াঁ,নিয়ে তার মহীরুহ রূপ,
সাজাঁয়ো তা দিয়ে তোমার নতুন বাসর নতুবা ফুলদানি
স্মৃতিতে ভাসে,প্রথম দেখায় বলেছিলাম তোমায় "অপরূপ"!।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।