আমাদের কথা খুঁজে নিন

   

শিশির ও পদ্মলোচনা

নিঃসঙ্গ দীঘির জলে, সারারাত ধরে ঝরা সবটুকু শিশির মেখে দলে, অস্ফুট ফুটেছিল সকালে, পদ্ম এক স্নিগ্ধ নীল। প্রথম সূর্যের মৃদু রক্তিমায়, শিশিরের পেলব কণাগুলো যেন মুক্তো হল - পদ্মের প্রগাঢ় নীল আর সূর্যের কিংশুক স্পর্শ, নগণ্য জলবিন্দুগুলোর জন্য নিয়ে এল অলৌকিক রত্নের সম্মান। দীঘির কিনারে স্থির দাঁড়িয়েছিল এক বিমুগ্ধ কিশোর; সমগ্র হৃদয় তার একবার, শুধু একবারের জন্য্ চেয়েছিল ছুঁয়ে দেখতে সেই অলৌকিক জলকণাগুলোকে। কিন্তু হায়, সে তো সাঁতরাতেই জানেনা ____ আজকে এতদিন পরে তুমি একই রকম, ঠিক একই রকম এক ব্যর্থতার সামনে এনে দাঁড় করালে আমাকে, পদ্মলোচনা আমার! তোমার অপ্রতিদ্বন্দী চোখ, বিরামহীন ঝরিয়ে যাচ্ছে, নোনা জলের মুক্তা, প্লাবিত হচ্ছে তোমার পুন্নাগ কপোল। কিন্তু আমি তা ছুঁয়েও দেখতে পারছিনা; কেননা আমিত চিনিনা নিজেকেই, এমনকি করিনা এতটুকু বিশ্বাস, এ আমার আজন্ম লালিত অভিশাপ - চিরন্তন ব্যর্থতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।