আমাদের কথা খুঁজে নিন

   

জামিল কাকু আর ছবি তুলবে না

ডেইলী স্টার-র সিনিয়র ফটোগ্রাফার জমিল কাকু আর নেই। তিনি আজ স্ট্রোকে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করে। ভদ্র, জ্ঞানী, মেধাবী আর তীক্ষ দৃষ্টি সম্পন্ন মানুষ। কাকার সাথে দেখা হতো প্রায় প্রতিনিয়ত প্রেসক্লাব, শাহবাগসহ বিভিন্ন জাগয়া অনুষ্ঠানে। সামাজিক আন্দোলনের কাজগুলোকে তিনি যথেষ্ট গুরুত্ব দিতেন তিনি।

পরিবেশ দূষণের বিভিন্ন চিত্র তুলে ধরতে ছুটে বেড়াতে দেখেছি। কত কত সামাজিক আন্দোলনে তিনি ছবি তুলে, পরামর্শ দিয়ে পেছনে থেকে সমর্থন দিয়েছেন তার হিসেব নেই। বিভিন্ন ইনডোর অনুষ্ঠানসহ, প্রতিবাদ বা জনসমর্থন সৃষ্টির লক্ষ্যে আয়োজিত রাস্তার কার্যক্রমের তিনি আসতেন, ছবি তুলতেন। অনেক সময় দাবি বিষয়ে তিনি মতামত দিতেন। অনেক অনেক প্রোগ্রামের ছবি তাকে তুলতে দেখেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পথচারীদের নিরাপদ চলাচলের দাবিতে সকল রাস্তায় জ্রেবা ক্রসিং-র আকার ছবি তুলার বিষয়টি আমার খুবই মনে পড়ে। যথেষ্ট গুরুত্ব দিয়ে পত্রিকায় ছাপাও হয়েছিল। ‘‘ চেষ্টা চালিয়ে যাওয়া কিছু হবে.... জামিল কাকু বলেছিলেন... একদিন এই ঢাকা রাস্তা পথচারীদের জন্য নিরাপদ হবে। সকল রাস্তায় জেব্রা ক্রসিং এবং সিগন্যাল হবে। যাতায়াতে পথচারীরা অগ্রাধিকার পাবে।

এমনকি একটি শিশু এবং প্রতিবন্ধী মানুষও নিরাপদে রাস্তা পারাপার হতে পারবে। তখন কেহ এই অধিকারের পিছনে কাজ করা জামিল কাকুর মতো মানুষদের স্মরণ করবে কি না জানিনা। তবে এ মানুষগুলোর অবদান আর কাজ আমাদের সুন্দর দিনের স্বপ্ন দেখায়, প্রেরণা দেয়। পেশা ও কাজের ক্ষেত্রে আমাদের ভিন্ন কিন্ত স্বপ্ন জয়ের লক্ষ্যে এক... ্একটি সুন্দর দেশ। বড় অসময়ে চলে গেলেন কাকু... আরো বেশি প্রয়োজন ছিল আপনার...  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.