গল্প বিরাট বড় এক কোম্পানির
হিসাব রক জামিল।
ত্রিশ বছরের চাকরি জীবনে
বসের সাথে তার খুব মিল।
কোম্পানির আলমারি থেকে চুরি হল
বিশ লক্ষ টাকার চেক।
বস বলছে ব্যাখ্যা দিতে হবে
কোথায় গেল সেই চেক।
কোম্পানির বড় প্রজেক্টের ফাইল
খুজে পাওয়া যাচ্ছেনা।
কোম্পানির বিরাট ক্ষতি হবে
বস তাই ফাইল ছাড়া কিছু বুঝেনা।
এসব অন্যায়ের শিকার হল
সহজ সরল জামিল সাহেব।
আমাকে ফাসানো হয়েছে বললেও
বিশ্বাস করলনা কোন সাহেব।
চাকরি থেকে বরখাস্ত করা হল
বিশ্বস্ত সেই জামিল সাহেবকে।
কোম্পানির ফ্যাট গাড়ি ফেরৎ নিল
চরম অপমান করা হল তাকে।
জামিল সাহেবের সততার চিহ্ন
ডাকা পড়ল এক নিমিষে।
চাকরি আবার ফিরিয়ে দিবে
নেই এমন কেউ তার পাশে।
জামিল সাহেব পথে ঘুরে
আবেগী হয়ে বিশ্বাস করে।
হতাম যদি দিন মজুর
কত কাজে নিত আমারে।
ধীরে ধীরে চিহ্নিত হয়
প্রকৃত দোষী ষড়যন্ত্রকারী পিশাচকে।
বসের নির্দেশ সম্মানের সাথে
সব ফিরিয়ে দিতে জামিল সাহেবকে।
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এসে বলে
স্যার মাফ করুন আমাকে।
বেচে নেই এখন জামিল সাহেব
কি করে সব দিব তাকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।