আমাদের কথা খুঁজে নিন

   

মীরাক্কেল, জামিল এবং জি-বাংলা

মীরাক্কেল নামক অনুষ্ঠানটা কখনোই আমার প্রিয় ছিল না। অকারণ জোর করে হাসা ব্যপারটা আমার বোধগম্য হত না। তাই দেখতামও না, এ ব্যপার এ কিছু বলারও ছিল না। আজকে banglanews24.com এ দেখলাম যে সাম্প্রতিককালে জামিল নামে এক বাংলাদেশী ব্যাক্তি বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে তথাকথিত মিরাক্কেলীও টিকা টিপ্পনী কাটাতে আমাদের বাংলাদেশী হ্যাকার রা zee bangla এর ওয়েবসাইট হ্যাক করেছে। এবং তাতে জামিলসহ মিরাক্কেল এর মীর কে গালমন্দ করেছে।

এবং 'মীরাক্কেল কে না' এই সূচক ক্রস চিহ্ন দেখাচ্ছে। ব্যপারটা একজন বাংলাদেশী হিসেবে আমার কাছে দুঃখজনকরকম হাস্যকর মনে হচ্ছে। যে বাংলাদেশ ক্রিকেট দলকে ছোট করলো সেও একজন বাংলাদেশী। তাকে কেউ জোর করে এটা করতে বলেনি। এটাই তো আমাদের অনেক বড় লজ্জা।

এরপর এই লজ্জাটাকে কি আরো বাড়ানোর দরকার ছিল। এখন ভারতীয়রা বলবে, " নিজেরাই নিজেদের পচায়, আবার নিজেরাই সহ্য করতে পারে না। উলটা এসে অকারণ আমাদের ওয়েবসাইট হ্যাক করে। এদের কোন ঠিক নাই। " zee bangla নামের একটা সংক্রামক ভাইরাস যে আমাদের দেশের প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে ছড়িয়ে পড়ছে তা আমরা এখনো ঠিক অনুধাবন করতে পারছি না।

বস্তাপচা কতগুলো বাজে সিরিয়াল দিয়ে আমাদের নারীদের রুচি নষ্ট হচ্ছে। অথচ নাটকের দিক দিয়ে আমরা ওদের চেয়ে হাজার গুণ এগিয়ে। তাও আমরা পারছি না। উলটা আমরা ওদের অনুকরণে নাটক, গেম শো আর তথাকথিত মীরাক্কেল টাইপ কমেডি শো বানাচ্ছি। জাতিগতভাবে আমরা যে ছোট হয়ে যাচ্ছি তা অনুধাবন করা খুব জরুরী হয়ে পড়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.