এমপি গোলাম মওলা রনিকে নিয়ে দেশের অধিকাংশ সচেতন মানুষ ক্ষুব্ধ। সেটা তারা করতেই পারেন। আমার কথা হচ্ছে আওয়ামীলীগের নেতাকর্মীদের মন্তব্য নিয়ে। গোলাম মওলা রনি ছাত্রলীগ করে আজ এমপি হয়েছেন। অন্য দল থেকে এসে উড়ে এসে জুড়ে বসেন নি।
আওয়ামীলগের অনেক নেতাকর্মীরা রনির বিরুদ্ধে মন্তব্য করে যাচ্ছেন। রনি কয়েকদিন আগে বাংলাদেশের শেয়ারবাজার ধ্বংমকারী, ৩৫ লক্ষ মানুষকে পথের ভিখারী বানিয়ে দেয়া সালমান এফ রহমানকে নিয়ে সমালোচনা করেছিলেন। এই সালমান এফ রহমান চক্র বাংলাদেশের শেয়ার বাজার থেকে কমপক্ষে ৭৬ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমানের টেলিভিশন ইনডিপেনডেন্ট টিভি রনির পিছনে লাগে। সালমান এফ রহমান একমাত্র শেয়ারবাজারের মাধ্যমে সমগ্র দেশজুড়ে আওয়ামীলীগের ভোট ব্যাংকে ধস নামিয়েছে।
এক সালমান এফ রহমানের জন্য আওয়ামীলীগের কমপক্ষে ৩৫ লক্ষ ভোট নষ্ট হয়েছে। যেসব আওয়ামীলীগ কর্মীরা আজ রনির সমালোচনা করছেন, পদত্যাগ দাবি করছেন তারা কখনো ৩৫ লক্ষ মানুষকে পথের ভিখারীরর বিরুদ্ধে কথা বলেন না। আওয়ামীলীগের রাজনীতীতে দুটি ধারা আছে। প্রথম ধারাটি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও আল্লাহ রাসুল বিশ্বাসী। আর দ্বিতীয় ধারাটি হচ্ছে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সমালোচনাকারী বিভিন্ন কমিউনিষ্ট দল থেকে আগতরা।
এই দ্বিতীয় ধারার অনুসারীরা তাদের জীবনের অধিকাংশ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে এসেছে। তারা তাদের জীবনের অধিকাংশ সময় আল্লাহ ও রাসুলকে অস্বীকার করে এসেছে। তাদের জীবনের শেষ সময়ে এসে বঙ্গবন্ধু প্রেমিক ও আস্তিক সেজেছে। গোলাম মওরা রনি হচ্ছে প্রথম ধারার অনুসারী। গোলাম মাওলা রনি অন্যায় করেছেন্ আমি অবশ্যই তার শাস্তি দাবি করছি।
সাথে সাথে শাস্তি দাবী করছি ৩৫ লক্ষ মানুষকে য়ে বা যারা পথের ভিখারী বানিয়েছে তাদেরকে। শাস্তি দাবী করছি এদেশের গরী্ব দুঃখী মানুষের ৭৬ হাজার কোটি টাকা যে লুটপাট করেছে তার। শাস্তি দাবি করছি যার কারনে আওয়ামীলীগের প্রায় ৩৫ লক্ষ ভোট কমেছে তার। মাননীয় প্রধান মন্ত্রী আপনার প্রতি আকুল আবেদন রনির চেয়ে সালমার এফ রহমান লক্ষ গুন দোষী। আগে সালমান এফ রহমাকে গ্রেফতার করুন।
কমিউনিষ্টলীগেরা শূধূ রনির বিরুদ্ধে কথা বলছে, কিন্তু সালমান এফ রহমানের ব্যাপারে মুখে কুলুপ এঁটে আছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।