আমাদের কথা খুঁজে নিন

   

বইবে সে ঝড় অন্তরে

ঝরছে আঁখি কপোল বেয়ে ঝড় বয়ে যায় অন্তরে, যাচ্ছে পাখি দূর সুদূরে কাজ হবে কি মন্তরে? যত্নে গড়া স্বপ্ন গুলো সাজিয়ে রাখা থরবিথর, মূহুর্তে যায় হাওয়ায় মিশে চোখ চেয়ে রয় নির্বিকার। সাত সকালে ঘাসের ডগায় নিহার সাজায় ফুল বাসর, দিনের রবির ইচ্ছাগুলো চুর করে যায় সেই আসর। গোলাপ টগর রক্ত জবায় নিতুই সাজায় বিশ্বটা সাঝের বেলায় হেলা ও খেলায় মিছে মায়াসব, কৃছ্রতা। শুণ্য হৃদে আঁতকে ওঠা দিগন্ত ছোয় শুণ্যতা কালের ভেলা যায় ভুলিয়ে মন খুঁজে নেয় অন্যথা। মায়ের কোলে শিশুর হাসি মিষ্টি মাখা রোদগুলো মেঘের নিকষ কৃষ্ঞ ছোবল সব পড়ে রয় দিক ভুলো। বাগান বাড়ি সব পড়ে রয় নতুন কলি বুক বাঁধে যায় যে যাবার যতই ডাকি অশ্রূ কি তায় বাঁধ সাধে? ডাক আসে যেই সাধ্যি কি আর রুখতে পারে মন্তরে ঝরবে আঁখি কপোল বেয়ে বইবে সে ঝড় অন্তরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।