...... ১) গার্লফ্রেন্ড এর ফ্রেন্ড সার্কেল এর সাথে পরিচিত হন, কিছু ফ্রেন্ড এর সেল নাম্বার সেভ করে রাখুন। তাদের কারো সাথে ভালো বন্ধুত্ব করুন এতে ভিতরের খবর পাবেন।
২) গার্লফ্রেন্ড এর ছেলে বন্ধুদের সম্পর্কে পরিস্কার ধারনা রাখুন, তাদের সম্পর্কে গার্লফ্রেন্ড কিছু আপনাকে বললে টা মনোযোগ দিয়ে শুনুন ও এর তাৎপর্য বুঝার ট্রাই করুন। অতিরিক্ত এবং নিয়মিত প্রশংসা শুনলে বুঝবেন ওই ছেলেও ট্রাই এ আসে। কাজেই সাবধান।
৩) ফেসবুক এর মেসেজ এবং ফ্রেন্ড রিকুয়েস্ট অপশন বন্ধ করে দিন। পাসওয়ার্ড আপনার টাও দিন ও তাঁর টাও রাখুন, নিয়মিত চ্যাট রিভিউ করুণ।
৪) ফ্যামিলি মেম্বার দের সাথে তাঁকে পরিচয় করায় দিন, এতে প্রবলেম হলে অন্তত কাজিনদের সাথে করায় দিন। এতে ঝগড়া হলে টা দ্রুত মীমাংসা করা যায় তাঁদের মাধ্যমে।
৫) ঝগড়া-ঝাটি হলেও দ্রুত তা ঠিক করে ফেলুন, তা না হলে গার্লফ্রেন্ড কে সান্ত্বনা দিতে বহু ছেলের আগমন হতে পারে ও তাঁরা পটেনটিয়াল থ্রেট হতে পারে পরে।
৬) মাঝে মাঝে তাঁকে জানান তাঁকে আপনি অনেক ভালোবাসেন ও তাঁর গুরুত্ব আপনার কাছে কতটুকু, খেয়াল রাখবেন অতিরিক্ত ডিপেন্দেন্ত বুঝালে সে আবার মাথায় উঠবে, তাই কমও না আবার বেশিও না।
৭) নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁর উপস্থিতি তাঁকে জানিয়ে দিন, এতে সে আরও সিকিউর বোধ করবে, নিজের হতাশার কথা তাঁকে অল্প অল্প বলবেন বেশি বললে সে আপনার সাথে তাঁর ফিউচার নিয়ে চিন্তিত হয়ে যেতে পারে।
৮) অনেক বেশি ঝগড়া হলে তাঁকে নিয়ে ঘুরে আসুন ও টুকটাক উপহার দিন , এতে তাঁর মন ভালো হয়ে যাবে।
৯) তাঁকে সন্দেহ হলেও তাঁকে কৌশলে প্রশ্ন করুণ ও মাথা ঠাণ্ডা রেখে তাঁর কথা শুনুন, যদি মনে হয় নতুন কারও এন্ট্রি হওয়ার চান্স আসে তাতে মাথা গরম করে ঝগড়া না করে কৌশলী হন কারন মাথা গরম করলে গার্লফ্রেন্ড নতুন ছেলের সাথে পলটি মারতে পারে, তাই নিজের রাগ চেপে রেখে অভিনয় করে যান, ওই ছেলে কে বিদায় করতে পারলে তখন আবার বুঝায় বলেন সে জা করেছে অনেক খারপ, আপনি দেখেই কেবল মেনে নিলেন, এতে আপনার ইমেজ বাড়বে।
১০) মেয়ের পরিবারের মানুষদের সাথে অমায়িক ব্যাবহার করুণ, যত খারাপ এ হোক না কেন খালি প্রশংসা করুন, গালি দিতে ইছহা হলে আয়নার সামনে গিয়ে দিন টাও ভুলেও মেয়েকে কোনোদিন তাঁর ফ্যামিলি নিয়ে খারাপ কিছু বলবেন না, এটা অনেক সেনসিটিভ ব্যাপার মেয়েদের কাছে।
সর্বোপরি ইছহা হোক আর নাই হোক তাঁকে এঁটেনসন দিন সবসমই কারন মেয়েরা এটা ছাড়া চলতে পারে না। কারো আরও পরামর্শ থাকলে নিছে যোগ করুন। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।