আমাদের কথা খুঁজে নিন

   

দুটো খবর ও তাদের রিলেশন।।।

-----

... খবরঃ ১) আজ সকালে ঘুম থেকে উঠেই খবর শুনলাম, '' ইন্ডিয়া, আষ্ট্রেলিয়া, ইংল্যান্ডের দেওয়া প্রস্তাবিত খসরা থেকে দেখা যাচ্ছে ২০১৫ থেকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে আইসিসির পূর্ণ সদস্য সর্ত্বে ও টেষ্ট ক্রিকেট সরাসরি খেলতে পারবে না। এই খসড়া বাস্তবায়িত হলে বাংলাদেশ তার অধিকার হারিয়ে ফেলবে…



… খবরঃ ২) নিউজিল্যান্ডের কাছে ১৫ রানে হারল ইন্ডিযা। ফলে র‍্যাংকিং ১ থেকে ছিটকে পরল তারা।



আইসিসির আছে আকুল আবেদন… কি আবেদন?? আমাদের টেষ্ট খেলার অধিকার কেড়ে নেবেন না দয়া করে, এই আবেদন???



না, এটা না… বাঙালি ভিক্ষার পাত্র না। তারা অধিকার আদায় করে নিতে পারে , ৫২, ৭১ এ বিশ্ব তা দেখেছে। আমাদের আবেদন হল, আইন পাশ করে ইন্ডিয়ার সকল খেলা তাদের দেশের মাটিতে করা হউক। বিদেশের মাটিতে খেলতে দিয়ে একটা দেশের মান, সম্মান, ইজ্জত হনন করার অধিকার নেই আইসিসির… :v -_-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।