وَلَا تَقْرَبُوا الزِّنَا ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا "আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ"। (Al-Israa: 32)
ফেন্ডশীপের নামে "জী একটু কথা বলি" তারপর শেয়ারিং-কেয়ারিং এর নামে যে ভাইয়েরা-আপুরা ১ দিন কথা তারপর দেখা...। অবশেষে রাতের ঘুমকে গুডবাই দিয়ে অন্ধ আবেগে যে পাপের সাগরে ভাসছেন!! একটু থামুন!! আপনারও হয়তো ঘরে বোন আছে, তারও দিনযাপন আপনার মত হোক তা কখনোই কাম্য নয়। আল্লাহ আপনার বুঝশক্তি দান করুন।
আর মনে রাখবেন.....। । "নিশ্চয় তিনি তাঁর বান্দাদের খবর রাখেন ও সবকিছু দেখেন"। (Ash-Shura: 27)
যদি সময় পান একটু আয়াতের ব্যখ্যাটি পড়ুন :
"যিনার কাছেও যেয়ো না" এ হুকুম ব্যক্তির জন্য এবং সামগ্রিকভাবে সমগ্র সমাজের জন্যও । ব্যক্তির জন্য এ হুকুমের মানে হচ্ছে, সে নিছক যিনার কাজ থেকে দূরে থেকেই ক্ষান্ত হবে না বরং এ পথের দিকে টেনে নিয়ে যায় যিনার এমন সব সূচনাকারী এবং প্রাথমিক উদ্যোগ ও আকর্ষণ সৃষ্টিকারী বিষয় থেকেও দূরে থাকবে ।
আর সমাজের ব্যাপারে বলা যায়, এ হুকুমের প্রেক্ষিতে সমাজ জীবনে যিনা, যিনার উদ্যোগ আকর্ষণ এবং তার কারণসমূহের পথ বন্ধ করে দেয়া সমাজের জন্য ফরয় হয়ে যাবে । এ উদ্দেশ্যে সে আইন প্রণয়ন, শিক্ষা ও অনুশীলন দান, সামাজিক পরিবেশের সংস্কার সাধন, সমাজ জীবনের যথাযোগ্য বিন্যাস এবং অন্যান্য প্রভাবশালী ব্যবস্থা অবলম্বন করবে" । (তাফহীমূল কুরান, বনী ইসরাঈল, আয়াত ৩২, টীকা/ব্যখ্যা নং : ৩২) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।