আমাদের কথা খুঁজে নিন

   

হামার কি অপরাধ ?????????

হামি হনু একজন সাধারন পাবলিক । হামি কি আজনীতি(রাজনীতি) বুঝি, কন ? কালকে হামি এনা ইউনিভার্সিটি গেসিলাম ক্লাস করবার জন্নে । ক্লাস ত কিশু হলই না , মাগ্নাত থেকে মেলা কিশু শিখলাম কেম্নে আজনীতি করতে হয়। সাড়ে ১২ টার দিকে বাস এর জন্য দারিয়ে থাকার পর বাস(বাঁশ খাইলাম) পাইলাম ১.৩০ টার দিকে তাও আবার পুরা প্যাকেট । যাই হক চেংড়া মানুষ ত তাই কন মতে বান্দর ঝোলা হয়া গেলাম বনানী পর্যন্ত ।

এর পর যখন আস্পার চাইলা্ম ৪ টার দিকে তখন ত আর বাস এ পাই না । অগরতা আর কি করার দিলাম এভেনিং হাঁটা । প্রায় ৮ মাইল(১.৩০ ঘণ্টা) হাঁটার পর আস্লাম বাড়ি। আইসা আক্তু খেলা দেখবার বসলাম আমাগো টাইগার গো খেলা। মন-দাই ভরে গেল ।

আহা কি অপূর্ব খেলা । মনে হল মিরপুর এ গিয়ে যদি খেলা তা দেখবার পাইতাম। যাই হোক, আবার আমাগো টাইগার রা দেখালেন ও ...........................। শেষ পর্যন্ত আমি র নাই বললাম, বুজে নেন । এখন আপনেরাই কন হামার কি অপরাধ ? হামি বাঙ্গালি বইলাই কি দেড় ঘণ্টা হাঁটলাম, নাকি ক্রিকেট এ জিততে জিততেও হাইরা গেলাম ।

তয় আজ ১২ তারিখ ঘুম দিমু মারশাল্লা । বাঙালি হয়নের এই একটা সুখ, ঘুম পাড়া যায় ইচশা মত । গুড লাক BNP & সরকার । তোমাদের এই নীতি চালিয়ে যাও, আমরা আসি ঘুমের রাজ্যে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।