আমাদের কথা খুঁজে নিন

   

হামার কেন হ্যামার?

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

আমেরিকান জেনারেল মোটর এর Hummer গাড়ীটি তৈরী হয়েছিল সম্ভবত ভিয়েতনাম যুদ্ধে ব্যবহারের জন্য। পরবর্তীতে ১৯৮০ সালের দিকে নতুন ভার্সন বের হয় স্পোর্টস এর জন্য মুলত অফরোড বা পাহাড়ী এলাকার উপযোগী করে যেখানে প্রচুর শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি বিনোদন ও আরাম আয়েশের ব্যবস্থা ছিল যা যুদ্ধে ব্যবহৃত গাড়ীতে ছিল না। পরবর্তীতে আরো আধুনিক সুযোগ সুবিধা যোগ করা হয়। জীবনে প্রথম Hummer গাড়ী দেখি ধানমন্ডীতে। একজন বললো এটা নাকি ফালুর।

কালো গাড়ী। দেখেই বোঝা যায় গায়ে আছে অসূরের মতো শক্তি। আজকে ইত্তেফাক এবং আমাদের সময় দুটি পত্রিকাতেই Hummer গাড়ী নিয়ে প্রতিবেদন লিখেছে। সেখানে গাড়ীর নাম দিয়েছে "হ্যামার"। Hummer এর উচ্চারন কি হ্যামার নাকি হ্যামার নামে আলাদা গাড়ী আছে।

আমি এতোদিন গাড়ীগুলোকে "হামার" নামেই জানি। তাহলে কি আমার জানা ভুল নাকি পত্রিকাগুলো ভুল লিখছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।