আমাদের কথা খুঁজে নিন

   

আমি বাকশাল দেখিনি কিন্তু আজ মনে হয় কিছু একটা দেখছি।হায় রে গণতন্ত্র ,হায়রে মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী দিশেহারা সরকার...

ভালো মানুষ হবার জন্য ভালো ছাত্র হতে চাই..সেটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাত্র... এই স্বাধীনতার মাসে স্বাধীনভাবে চলাফেরা করাতো দূরের কথা স্বাধীনতার নূন্যতম স্বাদটুকুন কেড়ে নেবার একি ষড়যন্ত্র হচ্ছে আমার এই সোনার বাংলাতে...?? সত্যি বলতে কি আমরা মুখে যতই স্বাধীনতার বুলি আস্ফালন করি না কেন বাস্তবে আমরা কি করতে পারছি এই স্বাধীনতার মাসে ? পুরো মার্চ মাস জুড়ে থাকছে জনমনে আতংক ... পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোন দেশের সরকার হরতাল করতেছে বিরুধী দল কে ঠেকানোর জন্য। এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মহাসমাবেশ বানচাল করতে সরকার সবধরনের অপ্রচেষ্টা গ্রাহণ করেছে। এটি নজিরবিহীন, পাকিস্তান আমলেও আমরা এটি দেখিনি। সবকিছু দেখে মনে হচ্ছে সরকার অঘোষিত যুদ্ধ শুরু করেছে।’ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি মহসমাবেশ করতে দিতে না চান তবে সরাসরি বলুন, আমাদের অনেক কাজ আছে, শেষ করতে হবে। আর বাধা দিলে কোন আইনে দিচ্ছেন তা জানান।’ অন্যদিকে, সরকারী মহল থেকে আশংকা করা হচ্ছে বিএনপি-জামায়াত জোট ঐ দিন ঢাকায় গন-অবস্হান করে আরব বসন্তের মতো 'বাংলা বসন্ত' টাইপ কিছু একটা করে ফেলবে! তারা বিভিন্নভাবে নাশকতা করার চেষ্টা করবে...!! আমার কথা হল যদি প্রশাসনের কাছে এই ধরণের মূল্যবান তথ্য থাকে তাহলে এই সমাবেশকে নিষিদ্ধ করে দেন, ১৪৪ ধারা জারি করেন। কিন্তু সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের কারনে জনমনে যে আতংক ছড়ানো হচ্ছে তাঁর দায়ভার কে নেবে সরকার না বিরোধীদল ??? নাকি সাধারণ জনগণ চিরকাল আপনাদের এই পাল্টাপাল্টি রাজনৈতিক রোষের শিকার হতে থাকবে.... আপনারা যে গনতন্ত্রের দোহাই দিয়ে এই সব কর্মকাণ্ড করছেন সেই গনতন্ত্রের প্রবক্তার বানীটা আরও একবার মনে করিয়ে দিতে চাই। " তোমার মতের সাথে আমার মতের মিল নাও থাকতে পারে কিন্তূ কথা দিলাম তোমার মত প্রকাশের স্বাধীনতা আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব" -আব্রাহাম লিঙ্কন। তাই বলতেই হচ্ছে “ ডাব পাকিলে নারিকেল হয়, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাকশাল টাইপের কিছু একটা হয়” তাহলে কি আমরা সেই অঘোষিত ডিজিতেল বাকশালের দিকেই যাচ্ছি ......????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.