বার্তা২৪ ডটনেট
ঢাকা, ১১ মার্চ: আবারো নিজের আসন হারালেন সাকিব আল হাসান। এ নিয়ে দুই বার বিশ্বসেরার সিংহাসন হারালেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার শন ওয়াটসনের কাছে র্যাংক হারালেন তিনি। শনিবার আইসিসি ঘোষিত বিশ্বসেরার র্যাঙ্কিং এ দেখা যায় সাকিবের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে আছেন অসি অলরাউন্ডার ওয়াটসন। সাকিবের পয়েন্ট ৪২০ আর ওয়াটসনের ৪২৩।
তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ হাফিজের পয়েন্ট ৩৭০ আর ৪র্থ আফ্রিদীর পয়েন্ট ৩৬২।
তবে দ্রুত আবারও র্শীষস্থান উদ্ধারের সুযোগ সামনেই আছে সাকিবের। আজ থেকে শুরু হওয়া এশিয়া কাপে ভালো পারফরমেন্স দেখাতে পারলে আবারো হারানো র্যাংক ফিরে পাবেন সাকিব। ২০০৯ সালে প্রথমবারের মত নাম্বার ওয়ান হয়েছিলেন সাকিব। মাঝে গতবছর ওয়াটসনের কাছে র্যাংক হারালেও আবার বছরের শেষ দিকে আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে আসেন সাকিব।
একই সঙ্গে প্রথমবারের মতো টেস্টে অলরাউন্ডারের শীর্ষ আসনও দখল করেন। টেস্টে সাকিবের পয়েন্ট ৪০৪ এবং দ্বিতীয় স্থানে থাকা জ্যাক ক্যালিসের পয়েন্ট ৩৯৫।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।