আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে আফ্রিদির বুটিক ব্যবসা

আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল আফ্রিদির বাংলাদেশে বুটিক ব্যবসা চালু করার মধ্যে যৌক্তিক দিক থেকে কোনও অসামঞ্জস্য আমার চোখে পড়ে না। কারণ এমন নয় যে এ দেশে পাকিস্তানীরা ব্যবসা করছে না। অসংখ্য পাকিস্তানী নিয়মিত বাংলাদেশে এবং বাংলাদেশের সাথে ব্যবসা করেছে এবং করছে। এটা বড় বিষয় হওয়ার কথা নয়। কিন্তু তা সত্ত্বেও আফ্রিদির বিষয়টি বিরক্তিকর এবং অস্বস্তিদায়ক।

যে পাকু, যে সেলিব্রেটি একবার বাংলাদেশ ট্যুরে এসে কিছু বাংলাদেশী রমণীর অবিশ্বাস্য গৌরবহীন আচরণ, হ্যাংলামির সুযোগে বাংলাদেশের নারীদের বেহায়া বলে অভিহিত করেছিল, সে এখন বাংলাদেশে নারীদের কাছে পোশাক বিক্রি করে ব্যবসা করবে? তার হয়ে বাংলাদেশী নারী মডেল প্রমোশনে অঙ্গবিক্ষেপ করছে? টোটালি অগ্রহণযোগ্য। মন্দ অতীত আছে এমন দুটি দেশের মধ্যে পরবর্তী কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্কের প্রয়োজন এক জিনিষ আর এক দেশের সেলিব্রেটি নিয়ে আরেক দেশের আদেখলাপনা আরেক। বিষয়টি চারিদিক থেকে আমাদের জন্য লজ্জাজনক এবং অস্বস্তিকর। কারণ আফ্রিদি স্থান কাল পাত্র না বুঝে এদেশে ব্যবসা ফাঁদতে আসেনি। সে যথেষ্ট গবেষণা, অন্বেষণ সাধনা করে এ দেশে এসে ভিড়েছে।

নিশ্চয়ই সে পূর্বেই তার পণ্যের গ্রহণযোগ্যতা ও ব্যবসার সম্ভাব্যতা যাচাই করেছে। আমি বিশ্বাস করি না যে সে বাংলাদেশের পাকিস্তান-বাংলাদেশের অতীত, মানুষের বিদ্বেষকে আমলে নেয় নাই। আর এসেছেই যখন সে অবশ্যই তার প্রতিষ্ঠানের ভবিষ্যতকে দেখতে পেয়েছে বাংলাদেশী মানুষদের সংবেদন-শূন্যতার মাঝে। তাই, তাই এই খবর আমার জন্য অত্যন্ত অস্বাচ্ছন্দ্যকর। আমি আফ্রিদি নামক পাকু সেলিব্রেটির এই ধৃষ্ট আচরণে অভিভূত এবং তড়িতাহত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.