আমাদের কথা খুঁজে নিন

   

অপূর্ণতার প্রতিশ্রুতি

মাঝ রাতে ঘুম ভাঙে ভায়োলিনের অবুঝ সুরে মালাকুল মউত তার অনুগত সব দাস বাদ যায় না অন্যান্যরা। উত্তরী তণ্বী বায়ুতে পশ্চিমে মুখ করে প্রতিশ্রুতির অপূর্ণতার হাহাকার নিয়ে সুর তোলে। সুর তোল জান্নাতী হুর ও প্রতিক্ষারত গেলমানরা। ভাঙা মন নিয়ে আমাদের পুরোনো বাড়িটিকে স্বর্গ সাঁজায় স্রষ্টা। নদীতে প্রবল জোয়ার। তরঙ্গের এরিস্টলীয় ছন্দের তালে তালে নাঁচে জলরাশিরা। ভারী ক্ষোভ,কেও বলেনা “কালিমা পর” পিছনে ফিরে দেখি গ্যালিলিউ কোপার্নিকাস… ডারউইন মার্কস… দেখি সব নাস্তিকদের হাসির প্লাবনে। বহুদূরে দেখা যায় আরবীয় জমকালো কবিদের। দেখি, সব শালারা বসে আসে আছে ফেরদাউসের শুকনো ডালে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।