voboghure hoar cestay achi....:) হতে চেয়েছিলাম পাখির মত , নিঝুম সন্ধায় ক্লান্ত ডানায় মিলিয়ে যেতে দূরের দিগন্তে হতে চেয়েছিলাম নদীর মত বহমানতায় ভাসিয়ে নিতে একমুঠো বেদনার কাব্য হয়তবা চেয়েছিলাম হতে কোনও এক বহেমিয়ান ঘর ছেড়ে পথের মাঝে নিজেকে খুঁজতে ,অথবা ক্লান্তপায়ে গোধূলি বেলায় পারি জমাতে রুপকথার রাজ্যে চেয়েছিলাম হতে বৃষ্টির মত যখন ঝরে বৃষ্টি মুছে নিয়ে যায় অতীতের স্মৃতি হতে চেয়েছিলাম এক মেঘবালক যার ছুটে চলা অগোচরে মেঘে মেঘে কোনও এক মেঘবালিকার খোঁজে হয়তবা চেয়েছিলাম হতে আমারমতই নিজেকে খুজে ফেরা কোনও এক সপ্নবিলাশির বেশে অথবা অরণ্যের স্নিগ্ধ কোলাহলে মায়াবি কোনও আবেশে নিরীহ জনপদ এ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।