আমাদের কথা খুঁজে নিন

   

""অপূর্ণতার আধকাপ চা""---শাফায়াত হোসেন (শাওন)

আমার প্রথম প্রকাশিত উপন্যাস "অচেনা শ্রাবণে" অমর একুশে বইমেলা-২০১৩ তে স্টল নাম্বার-২৭৭ ""গদ্যপদ্য"" পাওয়া যাচ্ছে। অপূর্ণতার আধকাপ চা ---------শাফায়াত হোসেন (শাওন) আমাদের চিরচেনা পাড়ায় রোজই সন্ধ্যা নামতো, অবচেতন মনে; বখাটে কিছু ছেলের গানও শুনতাম। যে মোড়টা পার হতে রোজ ভুঁরু কুঁচকিয়ে যেত তোমার; নিশ্পিশ্ করতো শিহরিত কিছু অস্বস্তি। কপল জোড়ায় থাকতো সূর্যাস্তের শেষ বিস্তৃর্ণ কিরণ; আর চোখ জোড়ায়, এখন পর্যন্ত জানি না! ডুব দিতে চাইতাম না, হয়তো হারানোর ভয়ে তোমার হাতের স্পর্শের আগেই বাতাসে পেতাম তোমাকে! অজস্রবার হেসে ওঠা, আমার দু’হাতের মুঠোয় বন্দী চেহারার অভিব্যক্তিতে এ স্থান ছাড়ার অভিপ্রায়; অগত্যা মুঠোয় সুখ নিয়ে তেপান্তর পার। পিছনে পড়ে থাকতো প্রহর কাটানো শূন্য চায়ের কাপ; সবুজ ঘাসে দু’পা ছড়াতেই অদ্ভুত সবুজ তুমি যেখানটাই সবসময়ই খুঁজে পাও তোমাকে তুমি আর আমি বরাবরের মতোই মোহগ্রস্থ বাউন্ডুলে; আসলেই কি সব কিছু বাস্তবতায় পূর্ণ উদ্ভাসীত? ব্যস্ত গাড়ির কর্কশ হর্ণের ধ্বনিতে ঘোর কাটে; তখন আর তোমাকে দেখি না! হাতে ছিল অপূর্ণতার আধকাপ চা!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।